php glass

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে আগরতলায় র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাইসাইকেল চালিয়ে র‌্যালিতে অংশ নেন ত্রিপুরা রাজ্যের শিক্ষা এবং আইন দফতরের মন্ত্রী রতন লাল নাথ। ছবি: বাংলানিউজ

walton

আগরতলা (ত্রিপুরা): ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলায় বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর উমাকান্ত একাডেমি মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।

‘মন মে বাপু’ শীর্ষক এ র‌্যালিটি সূচনা করেন ত্রিপুরা রাজ্যের শিক্ষা এবং আইন দফতরের মন্ত্রী রতন লাল নাথ। এছাড়া এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের পশ্চাৎপদ জাতি উন্নয়ন নিগাম লিমিটেডের চেয়ারম্যান তাপস মজুমদার। 

সাদা পায়রা উড়িয়ে এবং সবুজ পতাকা নেড়ে মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা এ র‌্যালির সূচনা করেন। এসময় বাইসাইকেল চালিয়ে মন্ত্রীও র‌্যালিতে অংশ নেন। 

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসসিএন/আরবি/

একযুগেও নির্মাণ শেষ হয়নি টেকসই বেড়িবাঁধ
হুয়াওয়ের ৮৮০ ডলারের ফোনে নেই ফেসবুক!
আগরওয়ালের ডাবল সেঞ্চুরি, অস্বস্তিতে বাংলাদেশ
বাস উল্টে ৩ নারীসহ আহত ৬
কণ্ঠশীলনের নরেন বিশ্বাস পদক পাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়


আইইউটিতে ক্যা‌রিয়ার অ্যান্ড এডু‌কেশন এক্স‌পো
ছয় বছর পর বিগ ব্যাশে ফিরছেন স্টিভ স্মিথ
ছুটির দিনে ভিড় বেড়েছে আয়কর মেলায়
`শিল্প ও বাণিজ্যক্ষেত্রে উন্নয়নের এক দশক' শীর্ষক সভা
বংশালে নকল প্রসাধনীর কারখানা, ৩ জনের জেল-জরিমানা