php glass

প্লাস্টিকবিরোধী অভিযানে বিজেপির নারী মোর্চা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজেপির নারী মোর্চার প্লাস্টিকবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

walton

আগরতলা (ত্রিপুরা): প্লাস্টিকবিরোধী অভিযানে নেমেছে বিজেপি নারী মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটি। প্লাস্টিকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এ অভিযানের মূল লক্ষ্য। 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে আগরতলা পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ড থেকে তারা প্রথম অভিযান শুরু করে।

বিজেপির নারী মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে প্লাস্টিকের ক্ষতিকারক দিক সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বাড়ি বাড়ি প্রচারণা চালানো হয়।

একইসঙ্গে মশার বংশবিস্তার রোধে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রতিটি বাড়িতে এক টুকরো করে মশারির নেট ও ডাবের খোলসের মধ্যে লাগানো চারাগাছ দেওয়া হয়।

পাপিয়া দত্ত বলেন, সাধারণ মানুষদের সচেতন করছেন যাতে যত কম সংখ্যক প্লাস্টিক ব্যবহার করেন। যদি সম্ভব হয়, তবে প্লাস্টিক ব্যবহার না করলেই ভালো হয়।

ডাবের খোলসের মধ্যে চারাগাছ লাগানোর বিষয়ে তিনি বলেন, অনেকে বীজ থেকে চারাগাছ তৈরির জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে। কিন্তু প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে যদি আমরা ফেলে দেওয়া ডাবের খোলস ব্যবহার করি, তবে একদিকে এটি পচে জৈবসার হবে, তেমনি প্লাস্টিক ব্যবহার না করায় দূষণ হবে না। ডাবের খোলসে পানি জমে মশা জন্ম নেওয়ার সুযোগও থাকবে না। 

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসসিএন/এমইউএম/আরবি/

ksrm
অভিষেকে প্রথম ওভারেই উইকেট পেলেন আমিনুল
রংপুর-৩ আসন: ভোটের অনিয়মে দলের জরিমানা ১ লাখ
জনকল্যাণ নিশ্চিত করতে এমপিদের ভূমিকা রাখতে হবে
যুব ফুটবলে মোহামেডানকে হারাল আবাহনী
সিআইপি নির্বাচিত হলেন গাওহার সিরাজ জামিল


প্রবাসে গিয়ে প্রভাসের দেখা পেলেন সুজানা
শুরুতেই জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিল বাংলাদেশ
সবজির পিকআপে ফেনসিডিল, আটক ৪
স্বর্ণজয়ী রোমানকে এমপি বাবুর ফুলেল শুভেচ্ছা
সিলেটে অটেরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু