php glass

ত্রিপুরায় এক বছরে ৯৮২ জনের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিধানসভা অধিবেশন, ছবি: বাংলানিউজ

walton

আগরতলা (ত্রিপুরা): ২০১৮ সালের মার্চ মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ৯৮২ জন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সোমবার (২ সেপ্টেম্বর) বিধানসভা অধিবেশনের দ্বিতীয়দিন কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) নেতা ও বিরোধী দলীয় বিধায়ক রতন ভৌমিকের লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী।

বিপ্লব কুমার দেব জানান, ২০১৮ সালের মার্চ মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ৯৮২ জন আত্মহত্যা করেছেন। যারমধ্যে পুরুষ ৬৭৫জন ও নারী ৩০৭জন। এছাড়া এরমধ্যে ১৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে যৌতুকের জন্য, সবগুলোর জন্যই থানায় মামলা নথিভূক্ত করা হয়েছে। 

এরপর রতন কুমার ভৌমিক দু’টি মৃত্যুর প্রসঙ্গ টেনে তা কী আত্মহত্যা না হত্যা জানতে চান? উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে তার হাতে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তথ্য নিয়ে পরে জানাবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসসিএন/ওএইচ/

ksrm
নবীগঞ্জে ৫ পাখি শিকারিকে কারাদণ্ড
‘সমঝোতার’ পর যা বলছে জিপি-রবি
জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব শুরু ২০ সেপ্টেম্বর
অভিষেকে প্রথম ওভারেই উইকেট পেলেন আমিনুল
রংপুর-৩ আসন: ভোটের অনিয়মে দলের জরিমানা ১ লাখ


জনকল্যাণ নিশ্চিত করতে এমপিদের ভূমিকা রাখতে হবে
যুব ফুটবলে মোহামেডানকে হারাল আবাহনী
সিআইপি নির্বাচিত হলেন গাওহার সিরাজ জামিল
প্রবাসে গিয়ে প্রভাসের দেখা পেলেন সুজানা
শুরুতেই জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিল বাংলাদেশ