php glass

ত্রিপুরায় বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধীবেশন। ছবি: বাংলানিউজ

walton

আগতলা (ত্রিপুরা): ত্রিপুরায় বিধানসভার বর্ষাকালীন অধীবেশন শুরু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টায় এ অধীবেশন শুরু হয়।
 
অধিবেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা, বিরোধীদল নেতা মানিক সরকারসহ অন্য মন্ত্রীসহ বিধায়করা উপস্থিত ছিলেন।
 
বিজেপি এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফটি) সরকারের বিধায়করা আগে এক সঙ্গে বসলেও এ অধিবেশন থেকে আইপিএফটির ছয়জন বিধায়করা আলাদা জায়গায় বসেছেন। তবে আইপিএফটির দুই মন্ত্রী অবশ্য আগের মতোই আন্যান্য মন্ত্রীদের সঙ্গে বসেছেন।

এদিন অধিবেশনে প্রথমে মন্ত্রীরা বিধায়কদের নানা প্রশ্নের জবাব দেন। পরে সম্প্রতি যেসব সাবেক মন্ত্রী ও বিধায়কের মৃত্যু হয়েছে তাদের স্মরণেদুই মিনিট নিরবতা পালন করেন। এদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন- ভারত সরকারের সাবেক মন্ত্রী মনোহর পরিক্কর, পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির বর্ষিয়ান নেত্রী সুষমা স্বরাজ, ভারতের সাবেক অর্থমন্ত্রী ও বিজেপি নেতা অরুণ জেটলি, ত্রিপুরার সাবেক মন্ত্রী দিলিপ দাস প্রমুখ। 

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসসিএন/আরআইএস/

ksrm
অভিষেকে প্রথম ওভারেই উইকেট পেলেন আমিনুল
রংপুর-৩ আসন: ভোটের অনিয়মে দলের জরিমানা ১ লাখ
জনকল্যাণ নিশ্চিত করতে এমপিদের ভূমিকা রাখতে হবে
যুব ফুটবলে মোহামেডানকে হারাল আবাহনী
সিআইপি নির্বাচিত হলেন গাওহার সিরাজ জামিল


প্রবাসে গিয়ে প্রভাসের দেখা পেলেন সুজানা
শুরুতেই জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিল বাংলাদেশ
সবজির পিকআপে ফেনসিডিল, আটক ৪
স্বর্ণজয়ী রোমানকে এমপি বাবুর ফুলেল শুভেচ্ছা
সিলেটে অটেরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু