php glass

সিআইটিইউ’র ভেঙে ফেলা অফিস ঘুরে দেখলেন মানিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভেঙে ফেলা অফিস ঘুরে দেখছেন মানিক। ছবি: বাংলানিউজ

walton

আগরতলা: প্রশাসনের ভেঙে ফেলা সিপিআই (এম) সমর্থিত শ্রমিক সংগঠন সিআইটিইউ’র অফিস চত্বর ঘুরে দেখলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মানিক সরকার।

মঙ্গলবার (০৮ মে)  আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছে প্রশাসনের ভেঙে ফেলে চত্বরের পুরোটা ঘুরে দেখেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই সাবেক ও বর্তমান বিধায়ক মন্ত্রী তপন চক্রবর্তী এবং রতন ভৌমিক, সাংসদ শঙ্কর প্রাসাদ দত্তসহ দলের নেতৃবৃন্দ।

মানিক সরকার পুরাতন মোটর স্ট্যান্ডে পৌঁছে আশেপাশের ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন। 

সব শেষে মানিক সরকার বলেন, রাজ্য সরকার সবার সঙ্গে কথা বলে এই কাজ করতে পারতো। কিন্তু তা না করে তারা শক্তি প্রদর্শন করছে। নির্বাচনে জয়ের পর থেকেই রাজ্য সরকার এধরনের শক্তি প্রদর্শনের কাজ করে আসছে। 

এর আগে সোমবার (৭ মে) আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে উঠা রাজনৈতিক দলের অফিস ও অঙ্গ সংগঠনের শাখা অফিস ভেঙে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এসসিএন/এনএইচটি

মিয়ানমারে গণহত্যার বিচার শুরু, সন্তুষ্ট রোহিঙ্গারা
বিশ্বসভ্যতার ইতিহাসই মানবাধিকার অর্জনের ইতিহাস
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন সিএমপির
২ বছরের মধ্যে ডিএনসিসির সব সুবিধা মিলবে অনলাইনে: আতিক
গণপরিবহনে যৌন হয়রানি বন্ধ চান সুজন


১৪২টি পদক নিয়ে ১৩তম আসর শেষ করল বাংলাদেশ
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘উড়ে যাওয়া পাখির চোখ’
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী নিহত
‘শান্তির দূত’ থেকে যেভাবে গণহত্যার কাঠগড়ায় সু চি 
টিকফা বৈঠক পিছিয়ে মার্চে