php glass

নতুন বছরে বাড়বে ইউএস-বাংলার আন্তর্জাতিক রুট 

তামিম মজিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুরে সংবাদকর্মীদের সঙ্গে ইউএস-বাংলার কর্মকর্তাদের মতবিনিময়

walton

কুয়ালালামপুর (মালয়েশিয়া) থেকে: আগামী বছরের শুরুতে নতুন তিনটি আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা করছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। এছাড়া ডিসেম্বর ও ২০১৯ সালের জানুয়ারিতে আরো তিনটি এয়ারক্রাফটও যুক্ত হচ্ছে বহরে। সবমিলিয়ে আগামী বছর ১২টি এয়ারক্রাফট নিয়ে যাত্রীদের সর্বাধুনিক যাত্রীসেবা দিতে প্রস্তুত ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

শনিবার (১৭ নভেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুর অফিসে দেশটিতে ভ্রমণরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ ও মার্কেটিং) কামরুল ইসলাম এ তথ্য জানান। 

কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালে যশোরে ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত চার বছরে ৫১ হাজার ফ্লাইট পরিচালনা করেছে সংস্থাটি। ৬ ডিসেম্বর থেকে চীনের জুয়াংজু রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে। চায়না সিভিল এভিয়েশনের অনুমতি ইতোমধ্যে পাওয়া গেছে।  

‘ডিসেম্বরই ইউএস-বাংলার বহরে সবশেষ প্রযুক্তির প্লেন ৭৩৭-৮০০ বোয়িং যুক্ত হবে। পরে মার্চের মধ্যে আরও দু’টি যোগ হবে। তখন মোট প্লেন হবে ১২টি।’ 

কামরুল ইসলাম বলেন, বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী বছরে আন্তর্জাতিক রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রুটগুলো হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও ভারতের চেন্নাই। 

বেসরকারি এ সংস্থার জিএম বলেন, নেপাল দুর্ঘটনার প্রতিবেদন পেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। দুঃসময়েও যাত্রীরা আমাদের পাশে ছিলেন, বর্তমানেও যাত্রীরা আস্থা রেখেছেন। তাই আগামীতেও পাশে থাকবেন। 

এসময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহকারী মার্কেটিং ইনচার্জ শহিদুল ইসলাম, এক্সিকিউটিভ মুশফিকুর রহমান, মালয়েশিয়া অফিসের অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট আতিকুল ইসলাম ও জুনিয়র এক্সিকিউটিভ নাবিলা প্রমুখ। 

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
টিএম/এএ

দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইন চলবে ১৫ নভেম্বর পর্যন্ত
হুমায়ূন আহমেদ নেই, হুমায়ূন আহমেদ আছেন
রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকবে জাপান
খুবির গবেষণায় কাঁকড়ার নতুন প্রজনন মৌসুম চিহ্নিত
এখনও সমান জনপ্রিয় হুমায়ূন আহমেদ


শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ!
খুলনায় হচ্ছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ টেনিস টুর্নামেন্ট
একদিনে চবির ৩ পদে নিয়োগ
মীর মশাররফ ও হুমায়ূন আহমেদের জন্ম
উন্মোচিত হলো ইমার্জিং এশিয়া কাপের ট্রফি