php glass

বৃষ্টি উপেক্ষা করে ট্যুরিজম ফেয়ারে দর্শনার্থীদের ভিড় 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 ট্যুরিজম ফেয়ারে দর্শনার্থীদের ভিড়- ছবি: রানা

walton

ঢাকা: সকাল থেকেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ারে (বিআইটিএফ) ভিড় করছেন দর্শনার্থীরা। 

নিজেদের পছন্দ মতো দেশের ভেতর ও বাহিরের ভ্রমণ প্যাকেজ লুফে নিতেই দর্শনার্থীদের এমন ভিড় বলে জানান আয়োজকরা। 

শনিবার (১২ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় সরেজমিন গিয়ে এ চিত্র দেখা যায়।  

তিন দিনব্যাপী এই ফেয়ারের আয়োজন করে 'বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট' (বিএফটিডি)।

ট্যুরিজম ফেয়ারে আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেয়ারের শেষ দিন বলে তারা বৃষ্টি উপেক্ষা করে এসেছেন। ফেয়ারে তারা বিভিন্ন ট্যুরিজম ও এয়ারলাইন্সের স্টলে গিয়ে পছন্দ মতো ভ্রমণ প্যাকেজ ঘুরে ঘুরে দেখছেন। এর মধ্যে কিছু কিছু প্যাকেজের বুকিংও দিচ্ছন। 

মো. স্বপন এসেছেন ট্যুরিজম ফেয়ারে এসেছেন রাজধানীর মিরপুর থেকে। তিনি বাংলানিউজকে বলেন, ভারত এবং নেপালে কিছু ভ্রমণ প্যাকেজ দেখছি। ১-২ প্যাকেজ পছন্দও হয়েছে, আশা করি এর মধ্যে থেকে একটি বুকিং দেবো।

ট্যুরিজম ফেয়ারে আগত দর্শনার্থী সামিয়া হক বাংলানিউজকে বলেন, ফেয়ারে এসে অনেক কিছুর খোঁজ-খবর খুব সহজেই পেয়েছি। এখন ইচ্ছা করলেই দেশের ভেতর এবং বাহিরে সুলভ মূল্যের ভ্রমণ প্যাকেজটি নিয়ে নিতে পারবো।

বিআইটি ফেয়ারে দেশি বিদেশি প্রায় ১'শ টির মতো ট্যুরিজম এজেন্সি অংশ নিয়েছে। 

স্টল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ফেয়ারটি খুব গুরুত্বপূর্ণ। কেন না বাংলাদেশে দিন দিন ট্যুরিজম সেক্টর বড় হচ্ছে এবং দেশ থেকে অনেক ভ্রমণপ্রেমী বিদেশে যাচ্ছে।

বিডি ট্যুর লিমিটেডের মার্কেটিং এক্সিকিউটিভ আরমান হোসেন বাংলানিউজকে বলেন, আজ ফেয়ারের শেষ দিন চলছে, সেই সঙ্গে দর্শনার্থী সংখ্যাও ভালো রয়েছে। এই ফেয়ারের মাধ্যমে দেশের ট্যুরিজম সেক্টর আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, এ ধরনের ফেয়ারের মাধ্যমে দেশের ভ্রমণপ্রেমীরা খুব সহজেই অনেক কিছু জানতে পারবেন। তাছাড়া পছন্দ মতো সাশ্রয়ী মূল্যে প্যাকেজও নিতে পারছেন। 

বিএফটিডি আয়োজিত বিআআইটি ফেয়ার শুরু হয়েছে বৃহস্পতিবার (১০ আগস্ট) যা শেষ হবে শনিবার (১২ আগস্ট) রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা,  আগস্ট ১২, ২০১৭
এমএসি/বিএস 
 

এতিম সাজিয়ে দম্পতির কাছে চুরি করা শিশু বিক্রি
পাকুন্দিয়ায় প্রিমিয়ার ক্লাব ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
করফাঁকির অভিযোগে ৫৫০০ কেজি তামাক জব্দ
শিপিং রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি
কেরানীগঞ্জে উদ্ধার কদমতলীর অপহৃত নারী, আটক ১


বেনাপোল কাস্টমসে নিয়োগ পরীক্ষার্থীদের ভোগান্তি 
জ্যাঠা শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
শ্রীমঙ্গলে ক্রেতা সেজে দুটি ডাহুক উদ্ধার
গোলাপি বলের প্রথম দিনে ‘ব্যর্থ’ বাংলাদেশ
৪১ বছরে ইবি, শিক্ষার্থী ৩০০ থেকে ১৪ হাজার