php glass

রিজেন্ট এয়ারে যোগ দিলেন স্যাম আইজ্যাক

2238 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্যাম আইজ্যাক

walton
বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন এ সেক্টরের অগ্রদূতদের একজন স্যাম আইজ্যাক। ২৮ জুন তিনি ওই পদে যোগ দেন। বিমান খাতের অনেক পদ্ধতি ও প্রক্রিয়ায় তার অবদান রয়েছে।

ঢাকা: বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন এ সেক্টরের অগ্রদূতদের একজন স্যাম আইজ্যাক। ২৮ জুন তিনি ওই পদে যোগ দেন। বিমান খাতের অনেক পদ্ধতি ও প্রক্রিয়ায় তার অবদান রয়েছে।

এর আগে স্যাম আইজ্যাক চিফ ফাইনান্সিয়াল অফিসার পদে দায়িত্ব পালন করেছেন স্পাইসজেট লিমিটেডে, ফাইনান্সিয়াল এডভাইজর হিসেবে কাজ করেছেন সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সে, অপারেশন্স ফাইনান্স ম্যানেজার হিসেবে ছিলেন ইতিহাদ এয়ারওয়েজে এবং এমিরেটসে তিনি সিনিয়র ফাইনান্স সুপারভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি কেপিএমজি এডভাইজরি, স্পাইনেস এবং পুনজ্ নামের প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।


RegentAirwaysহাবিব গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ ২০১০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করে।

বর্তমানে কুয়ালালামপুর, চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার, সিলেট এবং যশোর রুটে রিজেন্টের ফ্লাইট চালু রয়েছে।

 

 

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম
অবশেষে দেশে ফিরলেন নির্যাতিত সুমিসহ ৯১ নারী
‘নার্স ভিসার কথা বলে সৌদি পাঠানো হয় সুমিকে’
‘জীবদ্দশায় শতবার্ষিকী উদযাপন বিরল সুযোগ’
 এখনো ফিরে পাওয়ার স্বপ্ন দেখে উপকূলবাসী


টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
বরিশালে নবান্ন উৎসব ১৪২৬ বাতিল
রাজধানীতে মাদকসহ আটক ৮
মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার আহ্বান
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত