php glass

স্পিনারদের ওপর বাড়তি চাপ থাকবে: মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফাইল ফটো

walton

বাংলাদেশ দলের জন্য কঠিন সময় অপেক্ষা করছে সামনে। ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। ভারতের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট খেলাটা বেশ কঠিন। টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই জয় তাদের। নিঃসন্দেহে কঠিন পরীক্ষার মুখেই পড়েতে হচ্ছে টাইগারদের।

টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দিবা-রাত্রির টেস্টের জন্য বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মিরপুরে একাডেমি মাঠে গোলাপি বলে অনুশীলন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিরাজ।

এসময় মিরাজ জানান, ভারতের বিপক্ষে ২০ উইকেটে নেওয়াটা কঠিন এক চ্যালেঞ্জ। সেজন্য স্পিনারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে তিনি মনে করেন। মিরাজ বলেন, ‘আমাদের বোলারদের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ ২০ উইকেট তুলে নেয়াটা। আর কতটুকু আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি বা কতটুকু মানসিকভাবে এগিয়ে থাকবো এটা আমাদের অনুশীলনের ওপর নির্ভর করছে। বিশেষ করে সাকিব ভাই আমাদের দলের জন্য বড় একটা সুবিধা কিন্তু তিনি খেলবেন না। আর অবশ্যই স্পিনারদের ওপর একটা বাড়তি চাপ থাকবে। তাইজুল ভাই, নাঈম যারাই স্পিনার হিসেবে খেলব, তাদের জন্য বাড়তি চাপ থাকেবে।’

তবে এই কঠিন কাজটাকে ঠিকভাবে পালন করতে হলে নিয়ম মেনে বোলিং করেতে হবে। মিরাজ আরেও বলেন, ‘আমরা যদি ভালো লাইন লেন্থে বল করতে পারি তাহলে হয়তো ওদের ব্যাটসম্যানদের বিপদে ফেলা যাবে, সুবিধা পাব। তারপরও আমাদের স্পিনার যারা আছে চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই ওরা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। আমরা মেন্টালি কতটা শক্ত থাকছি এটা বেশি গুরুত্বপূর্ণ।’

তবে গোলাপি বল নিয়ে এখনো আলাদা করে ভাবেননি মিরাজ। তিনি যোগ করেন, ‘এখন পর্যন্ত আলাদা করে কোনো কাজ করছি না শুধু মানিয়ে নেওয়ার অনুশীলন করছি। আশা করি ভারতে গিয়ে কোচদের সাথে কথা বলব। তাদের সাথে আলোচনা করব কিভাবে আরও ভালো করা যায়।’

দলের সঙ্গে যোগ দিতে শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে ঢাকা ছাড়বেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম সহ টেস্ট দলের বাকি সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
আরএআর/এমআরপি

উন্মোচিত হলো নুমাইর আতিফ চৌধুরীর ‘বাবু বাংলাদেশ’
চুরির দায়ে বেনাপোল কাস্টমস হাউজের ৫ সদস্য বরখাস্ত 
বিএনপি জাতীয়তাবাদী শক্তির প্লাটফর্ম: গয়েশ্বর
রাজধানীতে র‍্যাবের অভিযানে আটক ২
ভয়াল ১২ নভেম্বর


পাওনার দাবিতে বিজেএমসি কার্যালয় ঘেরাও
শেবাচিমে নবজাতক চুরির সময় নারী আটক
আফগানদের হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ
ভাস্কর্যশিল্পী রঁদ্যার জন্ম
ফুলগাজী সীমান্তে বাংলাদেশি নারী আটক