php glass

শেখ রাসেলে ইংলিশ লিগ খেলা ক্রিস হার্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্রিস হার্ড

walton

ঘরোয়া ফুটবলের দল শেখ রাসেল ক্রীড়া চক্রের বিদেশি কোটায় খেলতে আসছেন অস্ট্রেলিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টোফার হার্ড। তাকে নিয়ে বিদেশি কোটায় শেখ রাসেলের তিন ফুটবলারের কোটা পূরণ হলো। অন্য দুজন অবশ্য আগে থেকেই দলে আছেন। তাদের একজন নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা, অন্যজন রাফায়েল অনব্রো।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে ক্রিস হার্ডের। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতেও। যদিও খুব একটা খেলা হয়নি জাতীয় দলে, খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ২০১৪ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়া এই ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলেছেন।

অ্যাস্টন ভিলায় কাটিয়েছেন ইয়ুথ ক্যারিয়ার। ২০০৫ সালে ক্লাবটির জুনিয়র দলে নাম লেখান। ২০১০ সাল পর্যন্ত খেলেছেন সেখানে। এরপর নাম লেখান মূল দলে। ২০১০-২০১৫ পর্যন্ত অ্যাস্টন ভিলায় খেলেছেন মোট ৪২ ম্যাচ। সেখানে তার নামের পাশে গোল আছে তিনটি।

অ্যাস্টন ভিলায় সতীর্থ হিসেবে পেয়েছিলেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক অ্যাশলে ইয়ংকে। ম্যানচেস্টার সিটিতে খেলা ফ্যাবিয়ান ডেলফকেও সতীর্থ হিসেবে পেয়েছিলেন ক্রিস হার্ড। ২০১৮-১৯ মৌসুমে কাটিয়েছেন ভারতের জায়ান্ট চেন্নাইয়িন এফসিতে। তাদের হয়ে এএফসি কাপে আবাহনীর বিপক্ষে খেলতে এসেছিলেন ঢাকাতে।

ক্লাব ক্যারিয়ারে ১৪০ ম্যাচ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার আগামী ২৫ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআরপি

না’গঞ্জে অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক
ঢাকায় দূতাবাস খুলতে আয়ারল্যান্ড প্রেসিডেন্টকে অনুরোধ
বাজারে নতুন পেঁয়াজ, প্রভাব নেই অবরোধের
কারো পিঠের চামড়া থাকবে না: ডিএমপি কমিশনার 
প্রসিকিউশন টিমে দুই আইনজীবী দিয়েছেন ফাহাদের বাবা


নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা
দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
বিএনপি নেতাদের বাড়ি ঘেরাও হচ্ছে না কেন: গয়েশ্বর
গোলাপি বলের টেস্ট ম্যাচের কিছু খুটিনাটি
বায়ার্ন মিউনিখে যাচ্ছেন পচেত্তিনো