php glass

রাজ্জাকের রেকর্ডের দিনে এবাদতের ৫ উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আব্দুর রাজ্জাক ও এবাদত হোসেন। ছবি: শোয়েব মিথুন

walton

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। প্রথমশ্রেণির ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান এই বাঁহাতি স্পিনার।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টায়ার ওয়ানের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি রংপুরের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মূলত রাজ্জাকের স্পিন ঘূর্ণির ফাঁদে পড়ে রংপুর। বড় রানের দেখা পাননি কোন ব্যাটসম্যানই।

রিশাদ হোসেন ৪২, নাসির হোসেন ৪০, সোহরাওয়ার্দী শুভ ৩৪ রানের ইনিংসের কল্যাণেই ২২৪ রানের প্রথম ইনিংসে অলআউট হয় রংপুর বিভাগ। খুলনার হয়ে রাজ্জাক একাই ৭টি উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান দুটি ও আব্দুল হালিম ১টি করে উইকেট পান।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে খুলনা বিভাগের সংগ্রহ ২ উইকেটে ২৪ রান।

জাতীয় ক্রিকেট লিগের টায়ার টুয়ের অন্য ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে দাপট দেখিয়েছে সিলেট বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে এবাদত হোসেনের বোলিং তোপের মুখে পড়ে বরিশাল। প্রথম ইনিংসে ১৬২ রানে ফজলে মাহমুদের দল অলআউট হয়। নুরুজ্জামান সর্বোচ্চ ৪০ রান করেন।

সিলেটের এবাদত ৫টি, নাসুম আহমেদ ৩টি এবং আবু জায়েদ ও এনামুল হক জুনিয়র ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে সিলেটের সংগ্রহ ১ উইকেটে ৮২ রান।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
আরএআর/এমএমএস

পর্দা নামলো ফোকফেস্টের পঞ্চম আসরের
সিলেটে প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় বসছে ২ লাখ শিক্ষার্থী
সিরিয়াল কিলার কালা মনির এবার পুলিশের খাঁচায়
টেস্টে আমি যা ভেবেছিলাম এর চেয়ে খারাপ হয়েছে: পাপন
টি-টোয়েন্টি সিরিজ হারাটা মেনে নিতে পারছেন না পাপন


মাঠ ছাপিয়ে দর্শক উচ্ছ্বাস চন্দনা মজুমদার আর জুনুনে
টেস্ট দল নিয়ে আলাদাভাবে ভাবছে বিসিবি
মওলানা ভাসানীর প্রয়াণ
ইতিহাসের এই দিনে

মওলানা ভাসানীর প্রয়াণ

পাহাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়
গভীর রাতে উন্নয়ন কাজ তদারকিতে মেয়র নাসির