php glass

এবার ছিটকে গেলেন মার্করাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এইডেন মার্করাম: ছবি-সংগৃহীত

walton

এমনিতে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্টে ২-০ ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে প্রোটিয়ারা। তার মধ্যে শেষ টেস্ট শুরুর আগে আরেকটি দুঃসংবাদ শুনতে হচ্ছে সফরকারীদের। কেশব মহারাজের পর এবার ছিটকে গেছেন ওপেনার এইডেন মার্করামও।

গত সপ্তাহে পুনে টেস্টে ডান কবজিতে চোট পেয়েছেন মার্করাম। যার কারণে ভারতের মাটিতে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। এর আগে একই ম্যাচের পরপরই চোটের কারণে শেষ টেস্ট হয়ে যায় মহারাজের।

মার্করামের কবজিতে চিড় দেখা দিয়েছে বলে জানান দক্ষিণ আফ্রিকার মেডিকেল টিম। প্রোটিয়াদের ডাক্তার হাসেন্দ্র রামজি বলেন, ‘এসিটি স্ক্যানে দেখা গেছে মার্করামের কবজিতে চিড় দেখা দিয়েছে। যার কারণে মেডিকেল টিম তাকে ভারতের বিপক্ষে পরের ম্যাচে খেলার অনুমতি দেয়নি।’

দক্ষিণ আফ্রিকার কাছে রিজার্ভ খেলোয়াড় আছে দু’জন। জুবের হামজা ও হেনরিখ ক্লাসেন। অবশ্য দু’জনই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে মার্করামের পরিবর্তে ওপেনিং কে করবেন তা এখনো অনিশ্চিত। সম্ভবত সফরকারীরা ওপেনিংয়ে পাঠাতে পারেন টেম্বা বাভুমাকে। নিজের ৩৮টি টেস্টের মধ্যে মাত্র একটিতে ওপেনিং করার অভিজ্ঞতা আছে তার। ঘটনাক্রমে তাও ২০১৫ সালে ভারতের বিপক্ষে, দিল্লিতে।

সিরিজের শেষ টেস্ট শুরু হবে শনিবার (১৯ অক্টোবর) রাঁচিতে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ইউবি/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন: ক্রিকেট
কমলনগরে মুরগি ও শেড বিতরণ
তালায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বিজয়ের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের আমন্ত্রণ না দিতে নির্দেশ
জিম্বাবুয়েতে তীব্র খরায় ২০০ হাতির মৃত্যু
বাগেরহাটে দুস্থদের মধ্যে জাকাতের চেক বিতরণ


বাবু ভাইয়ের কাছে রাজনীতি শিখুন: তথ্যমন্ত্রী
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা-টেউটিন বিতরণ
সিনেমা মুক্তির আগে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র: মাসুদ পথিক
‘যেখানেই অনিয়ম, সেখানেই হোক হাততালি’