php glass

রুট-মরগানদের প্রধান কোচ হলেন স্বদেশি সিলভারউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইংল্যান্ডের নতুন কোচ সিলভারউড: ছবি-সংগৃহীত

walton

ট্রেভর বেইলিসের দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ডের প্রধান কোচের পদ খালি ছিল। সেই শূন্য পদে ক্রিস সিলভারউডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। 

২০১৯ বিশ্বকাপের পর কোচ বেইলিস তার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পরপরই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। 

৪ বছর ধরে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্বে ছিলেন বেইলিস। তার সরে দাঁড়ানোর পর কথা ছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিয়োগ দিতে পারে সাবেক ভারত ও দক্ষিণ আফ্রিকার কোচ গ্যারি কারস্টেনকে। তবে সেই পথে হাঁটেনি ইসিবি। জো রুট-ইয়ন মরগানদের দায়িত্ব তুলে দিয়েছেন স্বদেশি সিলভারউডের হাতে। 

সিলভারউডকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর অ্যাশলে গিলস জানান, সিলভারউড ‘চমৎকার একজন প্রার্থী ছিল।’

ইংলিশদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া সিলভারউড নিজেকে ‘শিহরিত এবং সম্মানিত’ হিসেব উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে গত ৫ বছরে ইংল্যান্ডের ক্রিকেটে যে উন্নতি হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত রাখা, বিশেষ করে টেস্ট অঙ্গনে।    

৪৪ বছর বয়সী সিলভারউড ২০১৮ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নেন। এর আগে তিনি এসেক্সের দায়িত্ব নিয়ে ২০১৭ সালে ২৫ বছর পর প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতান দলটিকে। এছাড়া সিলভারউড ১৯৯৬ থেকে ২০০২ সালে ইংল্যান্ডের হয়ে ছয়টি টেস্ট খেলেছেন। 

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
ইউবি 

ক্লিক করুন, আরো পড়ুন: ক্রিকেট
মানসম্মত প্রাথমিক শিক্ষা মূল চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী
কালীগঞ্জে অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু
কুর্দি যোদ্ধাদের সরে যেতে রুশ-তুর্কি ঐক্যমত
ঢাকায় আসছেন ইয়োগা রানী ‘শ্বেওতা ওয়ার্পে’
বৃহস্পতিবার আজারবাইজান যাচ্ছেন প্রধানমন্ত্রী


হৃদরোগে আক্রান্ত হয়ে চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
নিজ শহরে পা রাখলেন বাঙালি নোবেলজয়ী অভিজিৎ
প্রযুক্তি ব্যবহারে আফ্রিকায় ‘কৃষি বিপ্লব’
ক্রিকেটারদের ছোট করেছেন পাপন
চাষী নজরুল ইসলামের ৭৯তম জন্মবার্ষিকী