php glass

যে রেকর্ডে কোহলিকে পেছনে ফেললেন বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাবর আজম-ছবি:সংগৃহীত

walton

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং কারিশমায় প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তবে বসে নেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের সেনসেশন বাবর আজমও। ছুটে চলেছেন তার পেছনে। এবার তো একটি রেকর্ডে কোহলিকে পেছনে ফেলে দিয়েছেন। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয় দ্রুততম সময়ে ১১টি সেঞ্চুরির মালিক হলেন বাবর।

নিজের ৭১তম ইনিংসে এই কীর্তি গড়েন বাবর। যেখানে কোহলির ওডিআইতে ১১টি সেঞ্চুরি পেতে ৮২ ইনিংস লেগেছিল।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপেই এই রেকর্ড হয়ে যেত বাবরের। তবে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৯৬ করার পর বিদায় নিলে তা আর হয়নি। কিন্তু দেশের মাটিতে ওয়ানডে ফেরার দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাইলফলকটি নিজের করে নেন। ডানহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১০৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১১৫ করে আউট হন। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি করা দ্রুততম ক্রিকেটার অবশ্য দক্ষিণ আফ্রিকার সদ্য সাবেক হওয়া ব্যাটসম্যান হাশিম আমলার। তিনি মাত্র ৬৪ ইনিংস এই রেকর্ড গড়েন। তারই স্বদেশী কুইন্টন ডি কক ৬৫ ইনিংসে করে দ্বিতীয়স্থানে রয়েছেন।

এদিকে একই ম্যাচে দুর্দান্ত আরেকটি রেকর্ড গড়েন বাবর। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে মাত্র ১৯ ইনিংসে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রানের মালিক হলেন তিনি। এর আগে ১৯৮৭ সালে পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদ ২১ ইনিংস কীর্তিটি গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএমএস

‘বিশ্বের সবচেয়ে উর্বরা’ নারীর গর্ভে ২৩ বছরে ৪৪ সন্তান! 
ডিনের অপসারণ দাবিতে পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রূপগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধার, আটক ৪
রাঙামাটিতে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব
মহাখালীতে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন


রাজীবকে সঙ্গে নিয়ে তার বাসায় অভিযানে র‌্যাব
যুবলীগ থেকে বহিষ্কার রাজীব
সুনির্দিষ্ট অভিযোগে কাউন্সিলর রাজীব গ্রেফতার: র‌্যাব
রাজধানীতে ফিনিক্স হেলথ এক্সপো শুরু ২১ অক্টোবর
জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি