php glass

বার্সার জানুয়ারির পরিকল্পনায় নেই নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেইমার জুনিয়র-ছবি: সংগৃহীত

walton

গ্রীষ্মের দলবদলের বাজার বন্ধ হয়ে গেছে। অনেকেই ভেবেছিলেন আগামী জানুয়ারিতে শীতকালীন দলবদলের বাজার খোলার পর নিশ্চয় ফের নেইমারকে ফেরানোর চেষ্টা করবে বার্সেলোনা। কিন্তু এমন কিছুর সম্ভাবনা নস্যাৎ করে দিলেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ।

নেইমারকে কেনার জন্য চারটি প্রস্তাব দিয়েছিল বার্সা, যার প্রতিটিই প্রত্যাখ্যান করেছে পিসজি। পরে পিএসজি নিজেই একটি প্রস্তাব দিয়েছিল, যা আবার ফিরিয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। তবে আগামী জানুয়ারিতে ফের দলবদলের বাজার খুলতে চলেছে। ফলে এই মৌসুমেই নেইমারকে কেনার একটা সুযোগ রয়ে গেছে। কিন্তু বার্সা প্রেসিডেন্ট বলছেন ভিন্ন কথা।

ক্যাম্প ন্যুয়ে কাতালান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বার্তমেউ বলেন, ‘সে (নেইমার) আমাদের জানুয়ারির পরিকল্পনায় নেই। পিএসজির চাহিদা পূরণ করা বার্সার পক্ষে সম্ভব নয়।’

এদিকে নেইমারের সঙ্গে খেলোয়াড় বিনিময়ের যে কথা শোনা গিয়েছিল তাও একবাক্যেই অস্বীকার করলেন বার্সা প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বার্সেলোনা কখনোই নেইমারের সঙ্গে খেলোয়াড় বিনিময়ের প্রস্তাব দেয়নি। বরং পিএসজিই চেয়েছিল।’

তবে নেইমারকে পেতে বার্সা যে সর্বোচ্চ চেষ্টা করেছিল আর নেইমারও যে বার্সায় ফিরতে উতলা ছিলেন সে কথাও স্বীকার করেছেন কাতালান ক্লাবটির সর্বেসর্বা, ‘আমরা তার (নেইমার) সঙ্গে চুক্তি করতে যথাসম্ভব চেষ্টা করেছিলাম। শুধু তাই না, নেইমার নিজেও পিএসজিকে শুধু বার্সার সঙ্গেই আলোচনা করতে অনুরোধ করেছিল।’

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন: নেইমার ফুটবল বার্সেলোনা পিএসজি
ksrm
বুড়িগঙ্গা তীরের ৭ প্রতিষ্ঠানকে ইটিপি স্থাপনের নির্দেশ
জাবি ভিসিকে পদত্যাগে আন্দোলনকারীদের আলটিমেটাম
সুন্দরবনে মৌমাছির কামড়ে জেলের মৃত্যু
ভারতীয় দূতাবাসের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে আটক ১৮
আড়াই বছর পর দিল্লিতে বৈঠক মমতা-মোদীর


জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
আসামিসহ ২ জনকে পুলিশে দিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন
পাবনায় কিংব্র্যান্ড সিমেন্টের রাজসভা
নিম্ন আদালতের ৫৩ বিচারক বদলি
রাজধানীর আরও দুই ক্যাসিনোতে র‌্যাবের অভিযান