php glass

‘সেরা দল নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাজী সালাউদ্দিন/ফাইল ছবি

walton

আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কঠিন পরীক্ষা। বিশ্বকাপ বাছাইপর্ব পেরোনোর প্রথম বাধা আফগানিস্তান। এরপরের তিন প্রতিপক্ষ আরও কঠিন পরীক্ষা নেবে। তবে সবমিলিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের বাধা পার হওয়া কঠিন হলেও বেশ আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাফুফে’র সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, সেরা দল নিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গেছে বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের আজকের যে টিমটা গঠন করা হয়েছে তারা সবাই নতুন। আমার মতে তারা খুব ভালো খেলছে। ফলাফলের দিক দিয়ে জাতীয় ফুটবল দলের ইতিহাসের শেষ ৫০ বছরের সেরা দল এটি। আমিও ১৩ বছর ফুটবল খেলেছি জাতীয় দলের হয়ে কিন্তু এই ধরনের সাফল্য আসেনি।’

সাফল্যের ধারাবাহিতকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও ভালো করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বাফুফে সভাপতি, ‘আমি আশা করি বর্তমানে যারা জাতীয় দলে আছেন তারা ভালো করবে। ফুটবলটা এখন অন্য পর্যায়ে পৌঁছে গেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী চার-পাঁচ বছরের মধ্যে তারা বাংলাদেশের ফুটবলের জন্য খুই ভালো ফলাফল নিয়ে আসবে।’

তিনি বলেন, 'আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের খেলোয়াড়েরা একেবারে নতুন। তাদের অনেকেই বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনের কারণে আজ গ্রাম থেকে বাছাই করে আনা সম্ভব হচ্ছে। আগামী চার-পাঁচ বছরে এসব খেলোয়াড়ের মাধ্যমে ভালো কিছু আসবে।'

আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা। এই গ্রুপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষরা হলো কাতার, ওমান ও ভারত।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএআর/এমএইচএম

ksrm
বুড়িগঙ্গা তীরের ৭ প্রতিষ্ঠানকে ইটিপি স্থাপনের নির্দেশ
জাবি ভিসিকে পদত্যাগে আন্দোলনকারীদের আলটিমেটাম
সুন্দরবনে মৌমাছির কামড়ে জেলের মৃত্যু
ভারতীয় দূতাবাসের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে আটক ১৮
আড়াই বছর পর দিল্লিতে বৈঠক মমতা-মোদীর


জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
আসামিসহ ২ জনকে পুলিশে দিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন
পাবনায় কিংব্র্যান্ড সিমেন্টের রাজসভা
নিম্ন আদালতের ৫৩ বিচারক বদলি
রাজধানীর আরও দুই ক্যাসিনোতে র‌্যাবের অভিযান