php glass

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন ডি ভিলিয়ার্স-ছবি:সংগৃহীত

walton

মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এমসিসির মালিকানাধীন স্টেডিয়াম। ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের হোম গ্রাউন্ডও লর্ডস। আর এই দলটির হয়ে পাঁচ ম্যাচ খেলেই এমন সম্মাননা পেলেন তিনি।

মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচে এসেক্সের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেন ডি ভিলিয়ার্স। আর সব মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই তুলে নেন হাফসেঞ্চুরি।

এমসিসির এমন সম্মাননা পেয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘সবাই জানে, লর্ডস বিশ্বের সেরা গ্রাউন্ড। আর এখানের সদস্যপদ পাওয়াও বেশ সম্মানের।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডি ভিলিয়ার্স প্রোটিয়াদের হয়ে ১১৪টি টেস্ট খেলে ৫০.৬৬ গড়ে ও ২২টি সেঞ্চুরিসহ ৯ হাজারের মতো রান করেছেন। টেস্টের চেয়ে সাদা বলে আরও সমৃদ্ধ ছিল এবি’র ক্যারিয়ার। ২২৮টি ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে ও ২৫টি সেঞ্চুরিতে করেছেন সাড়ে ৯ হাজারের বেশি রান।

পঞ্চাশ ওভারের বিরাট সাফল্যে কারণে ডানহাতি এই ব্যাটসম্যান ২০১০, ২০১৪ ও ২০১৫ সালে আইসিসির সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

ক্রিকেটের সর্বশেষ স্বীকৃত ফরম্যাট টি-টোয়েন্টিতেও উজ্জ্বল ছিলেন ডি ভিলিয়ার্স। ১৩৫.১৬ স্ট্রাইক রেটে করেছেন ১৬৭২ রান। আর আন্তর্জাতিকের বাইরে ৩০০টির মতো টি-টোয়েন্টি খেলে ৮ হাজারের বেশি রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এমএমএস

ksrm
জাতীয় নারী দাবায় তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে ৬ জন 
তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা
বরিশালে অটোরিক্সা উচ্ছেদ বন্ধে অনশন ধর্মঘটের হুমকি 
দৌলতদিয়ায় বাস-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপে বোয়ালিয়া-মতিহার চ্যাম্পিয়ন


ইবিতে বশেমুবিপ্রবি উপাচার্যের কুশপুতুল দাহ
ধর্ষণ-অর্থ বাণিজ্যের অভিযোগে আ. লীগ নেতা গ্রেফতার
চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়লো কয়েক দোকানের মালামাল
সিলেটে নদীতে ডুবে মারা গেলেন আরও একজন
আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু মারা গেছেন