php glass

আনুষ্ঠানিকতা সেরে নীরবেই চলে গেলেন রোডস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের কোচ হিসেবে আর দেখা যাবে না রোডসকে/ফাইল ছবি

walton

অবশেষে আনুষ্ঠানিকভাবে স্টিভ রোডসকে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (জুলাই ১১) সকালে বিসিবি কার্যালয়ে এসে সকল আনুষ্ঠানিকতা শেষ করেন এই ইংলিশ কোচ। যাওয়ার সময় সংবাদমাধ্যমের সাথে কোনো কথা বলেননি তিনি।

এসময় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘আসলে এটা একটা আনুষ্ঠানিকতার অংশ ছিল। অভ্যন্তরীণ প্রক্রিয়ার কিছু কাজ বাকি ছিল। এছাড়া আনুষঙ্গিক অনেক বিষয় ছিল, সেগুলোর কাজ আমরা শেষ করলাম। তিনি সম্ভবত আজকেই ঢাকা ছাড়বেন।’

গণমাধ্যেমের সাথে রোডসের কথা না বলার বিষয়ে প্রধান নির্বাহী বলেন, ‘স্বাভাবিকভাবেই যখন একটা সম্পর্কের ইতি হয় তখন সেখানে অনেক ব্যাখ্যা থাকে। হয়তো তিনি সেই বিষয়গুলো এড়িয়ে যেতে চেয়েছেন। এটা যার যার ব্যক্তিগত বিষয়।’

তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশে পরবর্তী কোচ নিয়ে বিসিবি’র পদক্ষেপ কি হবে। নিজামউদ্দিন বলেন, ‘কোচ খোঁজার কাজ বিসিবি শুরু করে দিয়েছে। শুধুমাত্র প্রধান কোচ নয়, অন্যান্য কোচিং স্টাফের পদ যেগুলো ফাঁকা রয়েছে সবগুলোই পূরণ করা হবে। মূলত বিসিবি ইংল্যান্ড বিশ্বকাপের কথা চিন্তা করেই কোচ নিযোগ দিয়েছিল। এবার সেসব নিয়ে বিসিবি কোনো চিন্তা করবে না।’

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
আরএআর/এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন: ক্রিকেট
তারাশঙ্করের জন্ম, উত্তম কুমারের প্রয়াণ
মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধসহ আহত ৪
সমিতির টাকা আত্মসাৎ, সমবায় কর্মকর্তার নামে দুদকের মামলা
রেনু হত্যা: মূলহোতা হৃদয় আটক
ইয়াবা উদ্ধারের ঘটনায় টিএসআই বাবলু রিমান্ডে


আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২
জনপ্রশাসন পদক পেলো কক্সবাজার জেলা প্রশাসন
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’র শুটিং বন্ধ