php glass

র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের, শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

walton

আইসিসি’র নতুন ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৫ জুন প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান সাতে। অন্যদিকে ইংলিশদের হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত।

গত ১৪ জুন প্রকাশিত ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল আটে। রেটিং পয়েন্ট ছিল ৮৫। বিশ্বকাপ শুরুর পর ওই সময়ের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছিল, হেরেছিল ১টিতে আর ১টি হয়েছিল ড্র। তবে এরপর ২৫ জুনের মধ্যে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে জয় পেয়েছে ২টিতে। ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯২-এ। 

বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৮। সমান রেটিং পয়েন্ট নিয়েও আটে আছে শ্রীলঙ্কা। কারণ তাদের ম্যাচ সংখ্যা আর পয়েন্ট উইন্ডিজের চেয়ে বেশি।

আইসিসি'র নতুন র‍্যাংকিং-ছবি: টুইটারঅন্যদিকে এর আগের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংলিশদের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২-এ (কমেছে ২ পয়েন্ট)। আর ভারতের রেটিং পয়েন্ট ১২৩। অর্থাৎ মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধান নিয়ে ইংলিশদের শীর্ষস্থান এখন ভারতের দখলে।

শীর্ষ ১০ দলের তালিকায় আগের মতোই তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকাকে পাঁচে নামিয়ে চারে ওঠে এসেছে অস্ট্রেলিয়া। আর আগের মতোই ছয়ে আছে পাকিস্তান। দশে থাকা আফগানিস্তানেরও অবস্থানের নড়চড় হয়নি। তবে ২ রেটিং পয়েন্ট কমেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ CWC19
ksrm
বঙ্গবন্ধুর খুনির সন্তানেরা নিজেদের পরিচয়ও দিতে পারে না
হামদর্দের এমডির দুর্নীতির বিষয়ে এক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ
অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার প্রতিবেদন গ্রহণ
সেলস অফিসার নেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ
জামালপুরের নতুন ডিসি এনামুল হক


শরণার্থী শিবিরে ৫ দফা দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ
ডিসির অভিযোগ প্রমাণিত হলে উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে
চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে নতুন ডিসি
গাজীপুরে বন থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
কাবিননামায় ‘কুমারী’ শব্দ আর থাকছে না