php glass

পাবনায় হয়ে গেল মিনি ম্যারাথন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনায় মিনি ম্যারাথন

walton

পাবনা: মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ‘মাদককে না বলি যুব সমাজকে গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকালে শহরের শহীদ এম মনসুর আলী কলেজ মাঠ থেকে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড মাঠে গিয়ে শেষ হয়। 

সাড়ে ৭ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথনে জেলা এবং জেলার বাইরের প্রায় তিন শতাধিক প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। পাবনা জেলা পুলিশ আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম।

এ মিনি ম্যারাথনে ৩২০ জন প্রতিযোগী অংশ নেন। সর্বশেষ প্রতিযোগীর মধ্যে ১৭৫ জন ম্যারাথন রান শেষ করেন। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিকসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

এবারে ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন আটঘরিয়ার  উপজেলার ইমরান হোসেন, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন রাজাপুরের আসাদুল হক, আমিনপুর থানার শফিকুল ইসলাম। 

পাবনা জেলা পুলিশের এবারের ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা, পাবনা, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় তিনশ অ্যাথলেট। 

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৯
জিপি

ক্লিক করুন, আরো পড়ুন: খেলা পাবনা
মৌলভীবাজারে উদ্ধার বিপন্ন ‘সন্ধি কাছিম’
বালিশকাণ্ড: ৩৬ কোটি ৪০ লাখ টাকার অনিয়মের তথ্য
বিয়ের ৭ দিনের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, ভগ্নিপতি আটক
‘ছুরি নিয়ে আসামি কীভাবে এজলাসে ঢোকে?’
বন্যার পানিতে ভেসে উঠলো নিখোঁজ শিশুর মরদেহ


পশ্চিম রামপুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
চাঁদ অভিমুখে মানুষের যাত্রা
ক্রসিংয়ে বিয়ের গাড়িতে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ১০
ইয়াবা মামলার ৩ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারের নির্দেশ
কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী