php glass

ভারগাসের জোড়া গোলে জাপানকে বিধ্বস্ত করলো চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি:সংগৃহীত

walton

কোপা আমেরিকার শুরুটা দারুণ করলো চিলি। এশিয়ান জায়ান্ট জাপানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেই ছাড়লো গত দু’বারের চ্যাম্পিয়নরা। দলের হয়ে জোড়া গোল করেন এদুয়ার্দো ভারগাস। এছাড়া একটি করে গোল আসে এরিক পুলগার ও অ্যালেক্সিস সানচেজের শট থেকে।

‘সি’ গ্রুপে সাও পাওলোতে চিলিকে গোল পেতে অবশ্য ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথমার্ধে ওই একটি গোলই পায় দলটি। কিন্তু বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। ফলে ৫৪ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে বসেন ভারগাস। আর ৮২ মিনিটে আরও একটি গোল করেন দলের সেরা তারকা সানচেজ।

দক্ষিণ আমেররিকা সর্বোচ্চ পর্যায়ের আসরে চিলির হয়ে রেকর্ড ১২টি গোলের মালিক হলেন ভারগাস। এর আগে তিনি এনরিক হরমাজাবালের সঙ্গে ১০টি গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন।

কোপা আমেরিকায় এ নিয়ে টানা ছয় ম্যাচে অপরাজিত রইলো চিলি। যেখানে পাঁচটি জয়ের বিপরীতে একটি ড্র রয়েছে। এছাড়া কোপায় নিজেদের সর্বশেষ পাঁচ উদ্বোধনী ম্যাচের চারটিতেই জয় তুলে নিল দলটি।

শুক্রবার (জুন ২১) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে চিলি। যেখানে একদিন আগে উরুগুয়ের মুখোমুখি হবে জাপান।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন: ফুটবল
৩ বছরে ২৫ হাজার ‘ডিজিটাল ল্যাব’ প্রতিষ্ঠা করা হবে: পলক
সিলেটে খালিদ হত্যায় ৫ জনের বিরুদ্ধে মামলা
আমি কখনও ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি: মির্জা ফখরুল
ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসে বাংলাদেশের নিন্দা
‘বাচ্চাদের কোনোমতে পান্তাভাত দিয়ে ভুলিয়ে রেখেছি’


শাহজালাল (র.) এর ওরস, ৭শ’ বছরের ইতিহাস
রুপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর খামারবাড়িতে বোমা সদৃশ বস্তুর সন্ধান
প্রিয়া সাহা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান মিলার