php glass

লাওসের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশের কোচ জেমি ডে-ছবি: শোয়েব মিথুন

walton

কাতার বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে মঙ্গলবার (১১ জুন) লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম পর্বে লাওসের বিপক্ষে তাদের মাটিতে ১-০ গোলের জয় পেয়েছে জামাল ভূঁইয়াবাহিনী। তাই নিজেদের মাঠে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ডেমি ডে জানিয়েছেন লাওসের বিপক্ষে সতর্ক রয়েছে তার দল। তিনি বলেন, ‘এক গোলের ব্যবধান সুবিধের নয়। গত সাফেও দুই ম্যাচ জিতে এক ম্যাচের হারে বিদায় নিতে হয়েছিল। তাই এবার খুব সতর্কতা অবলম্বন করতে চাই। রক্ষণে আরও জমাটবদ্ধ হতে চাই।’

তবে দলের তিন ফুটবলারের রয়েছে হলুদ কার্ড যা ভাবাচ্ছে বাংলাদেশের কোচকে। বললেন, ‘তিন হলুদ কার্ড পাওয়া আসলেই দুঃখজনক। তবে, এই ম্যাচে আমাদের আরও সতর্ক থাকতে হবে কার্ডের ব্যাপারে। নাহলে ১০ জন হয়ে যেতে পারি যেকোনো সময়। খেলোয়াড়দের আরও ডিসিপ্লিনড হওয়া দরকার।’

শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ দল-ছবি: শোয়েব মিথুনঅন্যদিকে এই ম্যাচে জিতে ঘুড়ে দাঁড়াতে চায় লাওস। তাদের কোচ সুন্দরা মুর্থি বলেন, ‘প্রথম পর্বের ম্যাচে ভুলগুলো শুধরে নিতে চাই। আমারা ভালো খেলেও জিততে পারিনি। বাংলাদেশকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই। ওদের লং থ্রোগুলো বিপদজনক। এই ম্যাচে একাদশে পরিবর্তন আনবো।’ 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘন্টা, জুন ১০, ২০১৯
আরএআর/এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন: ফুটবল
বরিশালে যুবককে কুপিয়ে জখম
যশোরে গণপিটুনিতে সন্ত্রাসী নিহত
নিষিদ্ধ পণ্য বিক্রির অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ আহত সন্ত্রাসী রনির মৃত্যু
জান্নাতি হত্যা: অভিযুক্ত ৪জনকে নাটোর থেকে গ্রেফতার 


ভুয়া ম্যাজিস্ট্রেট ধরলেন আসল ম্যাজিস্ট্রেট
ডুমুরিয়ায় স্বতন্ত্র প্রার্থী এজাজ চেয়ারম্যান নির্বাচিত
দেওয়াল-গাছে বিজ্ঞাপন দিলেই জরিমানা
যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক
বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী নাছিমা বিজয়ী