php glass

ভালোবেসে ঘর বাঁধলেন দুই দেশের দুই নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিয়ে করেছেন নিকোলা হ্যানকিক ও হেইলি জনসন/ছবি: সংগৃহীত

walton

দু’জনের বাড়ি দুই দেশে। একজনের অস্ট্রেলিয়া, আরেকজনের নিউজিল্যান্ডে। দু’জনেই নারী ক্রিকেটার। মাঠে পরিচয়, সেখান থেকেই ভালোবাসার শুরু। এরপর পরিণয় তথা বিয়ে। শুরুতে সমলিঙ্গের বিয়ে নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। তবে সেসব থোড়াই কেয়ার করে বিয়েটা সেরেই ফেললেন নিকোলা হ্যানকিক ও হেইলি জনসন।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্স ও নিউজিল্যান্ডের জাতীয় নারী দলের সদস্য জেনসেন। নারীদের বিগ ব্যাশে বেশ জনপ্রিয় তিনি। জাতীয় দলের হয়ে তিনি ৮টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

প্রথম দুই আসরে হ্যানকিকের সঙ্গেই মেলবোর্ন স্টার্সে খেলতেন জেনসেন। কিন্তু তৃতীয় আসরে দল পাল্টে মেলবোর্ন রেনেগেডসে পাড়ি জমান তিনি। কিন্তু হ্যানকিক আগের দলেই থেকে যান।

২০১৩ সালে নিউজিল্যান্ডে সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করা হয়। এরপর দেশটির ঘরোয়া ক্রিকেটের দুই নারী ক্রিকেটার অ্যামি সাটারওয়েট ও লি তাহুহু বিয়ে করেন।

গত বছর দক্ষিণ আফ্রিকার দুই নারী ক্রিকেটার, দলের অধিনায়ক ড্যান ফন নিয়েকার্ক তার সতীর্থ মারিজানে ক্যাপকে বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এমএইচএম/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন: ক্রিকেট
বনায়নের নামে শতবর্ষী গাছ কাটার পাঁয়তারা!
আট লাখ ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদকব্যবসায়ী
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 
নানা কর্মসূচির মধ্য দিয়ে কলকাতায় পালন হবে বিজয় দিবস
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ছাত্রদলের মশাল মিছিল


রিয়াদে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
১৩ ডিসেম্বর বগুড়া হানাদারমুক্ত দিবস
ঝালকাঠিতে দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের সংঘর্ষ
মানিকগঞ্জ হানাদার মুক্ত হয় ১৩ ডিসেম্বর
পাহাড়ে শান্তি চুক্তি হলেও বন্ধ হয়নি অবৈধ অস্ত্রের ঝনঝনানি