php glass

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে মার্করাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এইডেন মার্করাম। ছবি: সংগৃহীত

walton

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আর এই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম ও ফাস্ট বোলার অ্যানরিচ নোরতজে। এছাড়া এখন পর্যন্ত জাতীয় দলের কোনো ফরম্যাটে না খেলা সিনেথেমবা কুইশিল।

মার্করাম ও নোরতজেকে তিনটি ম্যাচের জন্য নেওয়া হয়েছে। তবে কুইশিলকে শেষ দুটি টি-টোয়েন্টিতে রাখা হয়েছে।

সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য জেপি ডুমিনিকে অধিনায়ক করা হয়েছে। কেননা প্রথম ম্যাচের পর বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। তার মতো কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা ও লুনগি এনগিদিও শেষ দুই ম্যাচে বিশ্রামে থাকবে।

আগামী ১৯ মার্চ কেপটাউনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

প্রথম টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকার দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, রেজা হেনড্রিক্স, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিদি, অ্যানরিচ নরতজে, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, র্যাসি ভ্যান ডার ডুসেন।

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকার দল: জেপি ডুমিনি (অধিনায়ক), রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যানরিচ নরতজে, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, সিনেথেমবা কুইশিল (উইকেটরক্ষক), তাবরাইজ শামসি, লুথো সিপামলা, ডেল স্টেইন, র্যাসি ভ্যান ডার ডুসেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৯
এমএমএস
 

ক্লিক করুন, আরো পড়ুন: ক্রিকেট
বেপরোয়া গাড়ি চালানোর অসংখ্য অভিযোগ পারভেজের বিরুদ্ধে
রুয়েট শিক্ষককে লাঞ্ছনা, ৩ যুবক গ্রেফতার
বিরল রোগে আক্রান্ত মাখন, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা
ত্রিপুরা থেকে চা আমদানির মৌখিক আশ্বাস দিলেন শেখ হাসিনা
পদ্মাসেতু নির্মাণে সময় বেধে দিল সেতু কর্তৃপক্ষ


বাঘাইছড়িতে জেএসএস নেতা হত্যার ঘটনায় আটক ১
হাসপাতালে কিশোরীর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় যুবক আটক
কাশ্মীরের পাশে মমতা, অটলের কবিতা উদ্ধৃত করে মোদিকে তোপ
নারায়ণগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে অপহরণ