বাঁ থেকে বোয়াটেং, হুমেলস ও মুলার। ছবি: সংগৃহীত
জার্মান জাতীয় ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তারা। তাদের হাত ধরেই ২৪ বছর পর বিশ্বকাপ জয় করে দেশটি। তবে সময় যে কাউকেই মাফ করে না, তার প্রমাণ পাওয়া গেল এবার। কোচ জোয়াকিয়াম লো তার দলে আর বিবেচনায় রাখছেন না ম্যাট হুমেলস, জেরোমে বোয়াটেং ও টমাস মুলারকে।
বায়ার্ন মিউনিখের এই তিন তারকার ব্যাপারে নিশ্চিত করে লো জানিয়েছেন, দলকে নতুনভাবে সাজাতেই এই পরিকল্পনা। মিউনিখে গিয়ে তাদের সঙ্গে দেখা করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারে হয়তো শেষটা দেখে ফেলেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলাররা।
লো বলেন, ‘২০১৯ হতে যাচ্ছে জার্মান ফুটবল দলের নতুনভাবে শুরু করার একটি বছর। জেরোমে বোয়াটেং, ম্যাট হুমেলস ও টমাস মুলার জাতীয় দলে আর সুযোগ পাচ্ছেন না। বায়ার্নের খেলোয়াড় ও ম্যানেজারকে আমার পরিকল্পনা জানানোটা গুরুত্বপূর্ণ ছিল।’
তিনি আরও বলেন, ‘তারা এখনও বিশ্বের সেরা খেলোয়াড় যারা কিনা তাদের ক্লাবের হয়ে নিশ্চিত সাফল্য এনে দিতে পারে। তারা গ্রেট খেলোয়াড়, কেননা দলের সেরা সময় জাতীয় দলের সঙ্গে তারা ছিল। তারা জার্মানি ও জাতীয় দলের হয়ে অসংখ্য সময় কাটিয়েছে।’
‘আমি ম্যাটস, জোরোমে ও টমাসের প্রতি কৃতজ্ঞ যে তারা অসাধারণ ও সাফল্যমণ্ডিত বহু বছর একসঙ্গে কাটিয়েছে। তবে জাতীয় দলকে ঢেলে সাজাতে এখনই সময় ভবিষ্যত পরিকল্পনা করা।’
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জিতে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে জার্মানি। তবে ২০১৬’র ইউরো থেকে পতন শুরু হয় সবসময়ের ফেভারিটদের। সেবার ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল তারা। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তো ভরাডুবি হয় ‘ডয়েসল্যান্ডের’। গ্রুপ পর্বেই মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে আসর শেষ হয়ে যায় জার্মানির।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৯
এমএমএস