php glass

সমকামীবিরোধী মন্তব্যের জেরে অভিযুক্ত গাব্রিয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ম্যাচ শেষে অবশ্য গাব্রিয়েল ও রুটকে হাত মেলাতে দেখা যায়। ছবি: সংগৃহীত

walton

ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে উদ্দেশ্য করে সমকামীবিরোধী মন্তব্য করায় ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গাব্রিয়েলকে অভিযুক্ত করেছে আইসিসি। সেন্ট লুসিয়া তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আচরণ বিধি ভঙ্গ করেন তিনি।

টেস্টের তৃতীয় দিনের দুপুরে গাব্রিয়েলের সঙ্গে দুই ইংলিশ ব্যাটসম্যান রুট ও জো ডেনলির সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায়। গাব্রিয়েল কি বলেছেন তা জানা না গেলেও, রুটের মন্তব্য স্ট্যাম্প মাইকে ধরা পড়ে। তাকে বলতে শোনা যায়, এটাকে অপমানজনভাবে তুলে ধরো না। সমকামী হওয়া দোষের কিছু নয়।

গাব্রিয়েলের ব্যাপারে এক টুইটের মাধ্যমে আইসিসি তার ধারার ২.১৩ আচরণ বিধি ভেঙেছে বলে নিশ্চিত করেছে। এ ব্যাপারে রুট ও ইংল্যান্ড দল কোনো অভিযোগ না করলেও ম্যাচের দুই আম্পায়ার ম্যাচ রেফারি জেফ ক্রোকে অবিহিত করেন। তবে পরবর্তী প্রক্রিয়ার আগে আইসিসি আর কোনো মন্তব্য করবে না।

আইসিসি ধারা ২.১৩-এ বলা আছে, অপমানজনক কোনো ভাষা, অশ্লীল অথবা আক্রমণাত্মক বিষয়গুলো আলোচিত হয়।

প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই নিজেদের করে নেয় স্বাগতিক উইন্ডিজ। তবে তৃতীয় টেস্টে ইংল্যান্ড সান্ত্বনার জয় পায়।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

ksrm
কুকুরের কামড়ে আহত লজ্জাবতী বানর উদ্ধার
দিনে ছিনতাই, রাতে ডাকাতি
ভিন্ন গল্পে প্রশংসিত ‘দ্য লাইফ অব জলিল’
আবাহনীর সোহেল রানার গোল এএফসি কাপের সপ্তাহের সেরা
‘অবতার’র গানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান


‘আইফোন-১১’তে নতুন যা থাকছে
ক্রীড়াপল্লিতে র‌্যাবের অভিযান, জরিমানা ৯ লাখ ৬২ হাজার
ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে মশার আবাসস্থল ধ্বংসের দাবি 
ওজন কমাতে খাচ্ছেন স্লিমিং পিল!
তুলিপ সেনগুপ্তের কণ্ঠে ‘ছদ্মবেশী রোদ’