টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী/ফাইল ছবি
প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেলো আবাহনী লিমিটেড। সর্বশেষ টিম বিজেএমসিকে তপু বর্মণের একমাত্র গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম বিজেএমসির মুখোমুখি হয় আবাহনী। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে আক্রমণ শানাতে থাকে আকাশী রঙের জার্সিধারীরা। গোলের সুযোগ নষ্ট হয় বেশ কয়েকটি।
খেলার ১০ মিনিটে ওয়ালী ফয়সালের কর্নার কিক বিপদমুক্ত করতে গিয়ে বল নিজেদের জালেই প্রায় জড়িয়ে ফেলেছিলেন বিজেএমসির জহিরুল আলম।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ২৬ মিনিটে। ওয়ালী ফয়সালের ফ্রি-কিক থেকে বল পেয়ে প্রতিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন তপু বর্মণ।
১-০ গোলের ব্যবধান নিয়েই দুই দল প্রথমার্ধের বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া বিজেএমসি পাল্টা আক্রমণে ওঠে এলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। বিশেষ করে ক্যামেরুনের ডিফেন্ডার বেবেকের হেড অল্পের জন্য ক্রস বারের ওপর দিয়ে বেরিয়ে গেলে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয় বিজেএমসির।
গোল করার পাশাপাশি এ ম্যাচে ডিফেন্ডারের ভূমিকাতেও সফল তপু। দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার ১৬ মিনিট আগে বিজেএমসির শরিফুল ইসলামের শট আবাহনীর গোলরক্ষক শহিদুল ইসলামের পায়ে লেগে জালের দিকে ছুটতে থাকা বল দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি।
এটি পাঁচ ম্যাচে আবাহনীর চতুর্থ জয়। এই জয়ে আবাহনীর অর্জন ১২ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এমএইচএম