php glass

প্যারিস মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি:সংগৃহীত

walton

প্যারিস মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। চোটের কারণেই বাধ্য হলেন তিনি। তৃতীয় রাউন্ডের ম্যাচে ডান হাঁটুতে ব্যান্ডেজ বেঁধেই খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু চোটের পরিমান এতটাই বেশি যে কোয়ার্টার ফাইনালের আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। 

বৃহস্পতিবারই তৃতীয় পর্বের ম্যাচ জিতেন রাফা।  শেষ আটে ফিলিপ ক্রাজিনোভিচের মুখোমুখি হতেও প্রস্তুত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চোটের কাছে হার মানলেন।

তবে এখন শঙ্কা জেগেছে এই মাসের শেষে লন্ডনে ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে খেলতে পারবেন কিনা? সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন, ‘গতকাল প্রচন্ড ব্যথা ছিল। কিন্তু না খেলার কথা ভাবিনি। গত রাতে দীর্ঘ চিকিৎসার পর ভেবেছিলাম আজ খেলতে পারব। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে কোর্টে ফেরা সম্ভব হল না। আমার জন্য খুব দুঃখের দিন।’

দীর্ঘ হাঁটুর চোট কাটিয়ে এ বছরই ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন নাদাল, ‘আমরা মৌসুমের শেষে রয়েছি। এরকম ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক। হাঁটু সব সময়ই একটি বেশি ভোগায়। মাঝে মাঝে সেটা খুব খারাপ হয়ে যায়। যেটা এই মুহূর্তে আমার হয়েছে।’ 

নাদাল সরে দাড়ানোয় ফেদেরারই এই টুর্নামেন্টে বড় নাম হিসেবে থেকে যাবে। নাদাল বলেন, ‘আমি লন্ডনে নামার জন্য চিকিৎসা করাব। কিন্তু এখনই কিছু বলতে পারছি না।’

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাউল গান আর কাওয়ালিতে লোকজ মুগ্ধতা
ছায়ানটের শ্রোতার আসরে রবীন্দ্র সঙ্গীতের সুর
যত পড়বেন, ততই শিখবেন: বিচারপতি মোহাম্মদ ইমান আলী
দানবীর রণদাপ্রসাদ সাহার জন্ম
মেসির গোলে লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা


আইসিসিআর অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
বনানীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
বরের ‘নাগিন ড্যান্স’ দেখে বিয়ে ভেঙে দিল কনে!
অশ্লীল নৃত্যের অভিযোগে যাত্রা প্যান্ডেল ভেঙে দিলো ইউএনও
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা