php glass

অসি টি-২০ দলের অধিনায়ক ফিঞ্চ

992 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অ্যারন ফিঞ্চ

walton
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন ওপেনার অ্যারন ফিঞ্চ। গত রোববার অধিনায়ক পদ থেকে জর্জ বেইলি সরে দাঁড়ালে ফিঞ্চকে নতুন অধিনায়ক করা হয়।

ঢাকা: অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন ওপেনার অ্যারন ফিঞ্চ। গত রোববার অধিনায়ক পদ থেকে জর্জ বেইলি সরে দাঁড়ালে ফিঞ্চকে নতুন অধিনায়ক করা হয়।

২৭ বছরের এই ব্যাটসম্যান সপ্তম ব্যক্তি যিনি অসিদের টি-২০ অধিনায়ক হলেন। আগামী ৫ অক্টোবর দুবাইতে একমাত্র টি-২০ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হতে পারে ফিঞ্চের।

ফিঞ্চ এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাসে মেলবোর্ন রেনেগেডসের হয়ে দুই মৌসুমে অধিনায়ক ছিলেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ওয়ারিওর্সেরও অধিনায়ক ছিলেন। বর্তমানে টি-২০ ৠাংকিংয়ে এক নম্বরে থাকা এই ব্যাটসম্যান অসিদের ‘এ’ দলের হয়েও অধিনায়কত্ব করেছিলেন।

এদিকে অসিদের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন স্পিনার স্টেভ ও‘কিফ। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে অসিদের ১৫ সদস্যের টেস্ট দলে ডাক পেলেন তিনি। টেস্ট স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা মিচেল মার্শও ডাক পেয়েছেন।

বাংলাদেশ সময় ১৫৫০ ঘন্টা , ৮ সেপ্টেম্বর ২০১৪

লবণ কিনে ক্রেতা পেলেন জরিমানার ভাগ!
ফরিদপুর মেডিক্যালে ক্রয় অনিয়ম তদন্তে সাব-কমিটি গঠন
ইডেন টেস্টে দিনভর থাকছে বর্ণিল আয়োজন
প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করে ধরা ভুয়া আইনজীবী
সিআইপি সম্মাননা পেলেন সাফওয়ান সোবহান


আমলাতান্ত্রিক জটিলতা কমছে: ভূমিমন্ত্রী
৭ দফা দাবিতে আগরতলায় গণডেপুটেশন
খুলনায় কর মেলার শেষ দিনে ৮ কোটি ৭০ লাখ টাকা আদায়
মান্দায় বাসচাপায় ভ্যান চালকের মৃত্যু
চাঁদা না দেওয়ায় রাজস্থলীতে ৩ জনকে পিটিয়ে জখম