php glass

ক্যারিবীয় টি-টোয়েন্টি দলে বেন

979 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুলেমান বেন

walton
চার বছর পর আবারো ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন স্পিনার সুলেমান বেন। আগামী ২৭ আগস্ট ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত একমাত্র টি- টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্য ক্যারিবীয় দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি।

ঢাকা: চার বছর পর আবারো ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন স্পিনার সুলেমান বেন। আগামী ২৭ আগস্ট ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত একমাত্র  টি- টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্য ক্যারিবীয় দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি।

৩১ বছরের এই স্পিনার ২০১০ সালে দ.আফ্রিকার বিপক্ষে শেষ টি- টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ টেষ্ট সিরিজে ১৪ টি উইকেট পেয়েছিলেন তিনি। অন্যদিকে দলের আরেক স্পিনার স্যামুয়েল বদ্রি ইনজুরিতে পড়ায় কপাল খুলে যায় বেনের।

এর আগে ১৭ টি টি- টোয়েন্টি ম্যাচ খেলে ১৫ টি উইকেট পেয়েছেন বেন। টি- টোয়েন্টি দলে অধিনায়কত্ব করবেন ড্যারেন স্যামি।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়ান্টি দল:  ড্যারেন স্যামি, সুলেমান বেন, ডোয়েন ব্রাভো, শেলডন কোটরেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনিল নারিন, কিরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, ক্রিশমার সান্তকি, লেন্ডল সিমন্স ও ডোয়েন স্মিথ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, ২৫ আগষ্ট ২০১৪

ঝিনাইদহের স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
পেঁয়াজ কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে: হানিফ
যেখানে খালি জায়গা সেখানেই পার্ক করবে চসিক
মা বিদিশাকে নিয়ে থাকতে চান এরশাদপুত্র, থানায় জিডি
বগুড়ায় ঐতিহ্যবাহী মাছের মেলা


চৌমুহনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের নির্মাণ শুরু শিগগির
বরিশালে পঞ্চম দিনে দেড় কোটি টাকার কর আদায়
সড়ক পারাপারে সচেতন করতে মেয়রের প্রচারাভিযান
পরশুরামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত