php glass

অসিদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হবে ভারত : ম্যাকগ্রা

2241 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

walton
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ এ টেষ্ট সিরিজ হারে ভারত। আর ভারতের এই হার সামনের অস্ট্রেলিয়া সফরে সুখকর দেখছেন না সাবেক অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।

ঢাকা : সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ এ টেষ্ট সিরিজ হারে ভারত। আর ভারতের এই হার সামনের অস্ট্রেলিয়া সফরে সুখকর দেখছেন না সাবেক অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।

 তিনি ভারতীয় দলকে তাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই উন্নতি করার পরামর্শ দিয়েছেন। অন্যথায় পূর্বের মত ৪-০ তে সিরিজ হারতে হবে তাদের।

 ভারত আগামী ডিসেম্বর ২০১৪ থেকে জানুয়ারি ২০১৫ পর্যন্ত অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেষ্ট সিরিজ খেলবে। পরে ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে একটি ত্রি-দেশীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ম্যাকগ্রা আরো জানান অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে অ্যাসেজে যেভাবে ৫-০ তে হারিয়েছিল, সেভাবে খেললে ভারত চাপে থাকবে।

তিনি বলেন“ আসছে অষ্ট্রেলিয়া সফর ভারতের জন্য কঠিন হবে। দলে অনেক পরিবর্তন করতে হবে। একটা বিষয় পরিষ্কার গত বছর ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় ৫-০ তে হারে। সেই ইংল্যান্ডের কাছে ভারত ৩-১ এ হেরেছে। সুতরাং এই সিরিজ ভারতের জন্য সহজ হবে না।”

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘন্টা, ২১ আগষ্ট ২০১৪

মাকে পিটিয়ে পুলিশে আটক, মায়ের অনুরোধেই মুক্তি
বরিশালে চতুর্থ দিনে ৯১ লাখ টাকার কর আদায়
তামিম ঢাকায়, খুলনায় মুশফিক
কর দেওয়া প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব
হামিদের সংকটাপন্ন অবস্থা দেখে হতবাক পরিবার


ব্রহ্মপুত্রে ভাঙন, ঠাঁই নেই ভাঙনকবলিতদের
চট্টগ্রামকে বড় ব্যবধানে হারালো সিলেট
ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
স্বাধীন প্রসিকিউশন সার্ভিস কমিশন গঠনে রুল
রাবিতে শিক্ষার্থীকে মারধর করায় ২ ছাত্রলীগ কর্মী বহিষ্কার