php glass

ব্যাট ছিদ্র করে খোঁজা হল মাদক

1920 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
ইউএসএ পুলিশের একটি দল নিউজিল্যান্ড ক্রিকেট দলের অল রাউন্ডার জিমি নিশামকে মাদক চোরাচালানি সন্দেহে আটক করেছিল। তার সঙ্গে রাখা ব্যাট ছিদ্র করে মাদক খোঁজাও হয়েছিল। তবে, এ ধরনের কিছুই মেলেনি তার কাছ থেকে।

ঢাকা: ইউএসএ পুলিশের একটি দল নিউজিল্যান্ড ক্রিকেট দলের অল রাউন্ডার জিমি নিশামকে মাদক চোরাচালানি সন্দেহে আটক করেছিল। তার সঙ্গে রাখা ব্যাট ছিদ্র করে মাদক খোঁজাও হয়েছিল। তবে, এ ধরনের কিছুই মেলেনি তার কাছ থেকে।

ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়া নিশামকে ভ্রমন পথে ইউএসএ কাস্টমস অফিসিয়ালের জন্য এ ভোগান্তি পোহাতে হলো।

কাস্টমস অফিশিয়ালরা ধারণা করেছিলেন হয়তো মাদক পরিবহনের জন্য ২৩ বছর বয়সী নিশাম তার ব্যাট ব্যবহার করছেন। তাই সন্দেহ দূর করার জন্য ব্যাটের বেশ কয়েক জায়গায় ছিদ্র করে চালানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। তারপরও কিছুই পায়নি পুলিশ।

পরে নিশাম তার টুইটারে জানিয়েছেন এ ঘটনা। ছিদ্র করা ব্যাটের ছবি টুইটও করেছেন তিনি।

এ ঘটনায় অবাক হওয়া নিশাম টুইটারে ছবির নিচে লিখেছেন, ‘আমেরিকায় ক্রিকেট এমন জায়গায় রয়েছে যে, আপনার পুরো ব্যাট ছিদ্র করে এখানে মাদক খোঁজা হয়...।’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৯ আগস্ট ২০১৪

চিলিতে বিক্ষোভে নিহত ২৪, আটক ৬ হাজার
কাতার বিশ্বকাপের দর্শকরা পাবে প্রমোদতরীর স্বাদ
আইসিটি সেক্টরে আরও ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে: পলক
প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান
দণ্ডিত সেই শিশুদের মুক্তির বিষয়ে জানতে চান হাইকোর্ট


সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড হৃদয়ের
৭ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো শুরু বৃহস্পতিবার
চুয়াত্তরের দুর্ভিক্ষের ছায়া দেখতে পাচ্ছি: সেলিমা রহমান
খুলনার অভ্যন্তরীণ রুটে বুধবার থেকে চলবে বাস
লবণের সংকট নিয়ে গুজব, বাজারে বাজারে অভিযান