php glass

দ্বিতীয় সর্বোচ্চ দর্শকের ব্রাজিল বিশ্বকাপ

2416 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
দর্শক উপস্থিতিতে রেকর্ড তালিকায় দ্বিতীয় শীর্ষস্থান দখল করল ব্রাজিল বিশ্বকাপ। জার্মানির ২০০৬ বিশ্বকাপের ৫২,৪৯১ টপকে চলতি বিশ্বকাপের দর্শকের গড় এখন ৫২,৭৬২ জন।

ঢাকা: দর্শক উপস্থিতিতে রেকর্ড তালিকায় দ্বিতীয় শীর্ষস্থান দখল করল ব্রাজিল বিশ্বকাপ। জার্মানির ২০০৬ বিশ্বকাপের ৫২,৪৯১ টপকে চলতি বিশ্বকাপের দর্শকের গড় এখন ৫২,৭৬২ জন।

রোববার ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানায়, দর্শক উপস্থিতি তালিকায় এখনও সবার শীর্ষে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ। সে আসরে দর্শকের গড় উপস্থিতি ছিল ৬৮,৯৯১ জন।

নিয়মিত ঘোষণায় ফিফার ডেলিয়া ফিশার জানান, আমরা জানি যুক্তরাষ্ট্রের বড় ধারণ ক্ষমতার স্টেডিয়ামের কারণে ওদের রেকর্ডটি বেশ কিছুকাল স্থায়ী হবে।

এখন পর্যন্ত ৬০ ম্যাচে মোট দর্শক উপস্থিতি দাঁড়িয়েছে ৩,১৬৫,৬৯৩ জন। ম্যাচ প্রতি গড় উপস্থিতি দাঁড়াচ্ছে ৫২,৭৬২ জন। তবে, চলতি বিশ্বকাপে এখনও বাকি আছে চার ম্যাচ।

এর আগে, ‍ব্রাজিলে বিশ্বকাপের আসর বসেছিল ১৯৫০ সালে। সেবার ২২ ম্যাচে ৪৭,৫১১ গড়ে মোট দর্শক ছিল ১,০৪৫,২৪৬ জন। রেকর্ডটি টিকে ছিল ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

ksrm
মেহেরপুরে মেয়েকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যাচেষ্টা
ভারতে পেঁয়াজের রপ্তানিমূল্য বৃদ্ধির প্রভাব বেনাপোল বন্দরে
পিটিয়ে হত্যা: চার্জশিটে ২৮ জন, ২১ জনের বিরুদ্ধে পরোয়ানা
বগুড়া-২ আসনের সংসদ সদস্যকে দুদকের নোটিশ
জোট থেকে জামায়াত বাদ দেয়া হবে অদূরদর্শিতা: এহসানুল হুদা


মহিমাগঞ্জ ইউপি উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী
হাঁস-গবাদিপশু ছাড়াই চলছে যুব কেন্দ্রের প্রশিক্ষণ
বাতি অকেজো, হাতের ইশারায় চলছে ট্রাফিক ব্যবস্থা
পর্যটন বিকাশে বিদেশে মেলা, আসছে নতুন নীতিমালা
উৎপাদনের আগেই বাজারজাত কেক!