php glass

জানতাম গোল পাব: হিগুয়েন

1526 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
২৪ বছর পর আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে নিয়ে আসা গঞ্জালো হিগুয়েন বলেছেন, তিনি জানতেন গোল পাবেন।

ঢাকা: ২৪ বছর পর আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে নিয়ে আসা গঞ্জালো হিগুয়েন বলেছেন, তিনি জানতেন গোল পাবেন।

তিনি বলেন, আমি ছিলাম শান্ত ও নিরুদ্বেগ। আমি জানতাম গোল পাব। আমি শুধু দলের জন্য আমার সেরাটা দিতে চেয়েছি।

তিনি আরো বলেন, অবশেষে আমি গোল পেয়েছি এবং দীর্ঘ সময় পর সেমিফাইনালে গিয়েছি। আমরা এটা উপভোগ করছি।

শনিবার ম্যাচের শুরুর দিকে তারই একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে দীর্ঘ দুই যুগ পর সেমিফাইনালের টিকিট পায় আলবিসেলেস্তেরা।

এ ম্যাচ জ্বলে ওঠেন আগের চার ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা নেপোলির এই স্ট্রাইকার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইনজুরি আক্রান্ত থাকলেও তাকে ‍মাঠে নামান সাবেলা। তবে মেসিকে যোগ্য সমর্থন দিতে তিনি ব্যর্থ হন।

এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ও নকআউটের ম্যাচেও নিজেকে খুঁজে পাচ্ছিলেন না গত বিশ্বকাপের একমাত্র হ্যাট্রিকের মালিক।

অবশেষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খোলস ছেড়ে বেড়িয়ে আসেন তিনি। ৯০ সালের পর প্রথমবারের মতো আর্জেন্টিনাকে সেমিফাইনালে নিয়ে যায় তার গোল। এই গোলের সুবাদে ম্যাচসেরাও হন হিগুয়েন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

ksrm
মৃত ব্যক্তির বয়স্ক ভাতা উত্তোলন করছেন নারী ইউপি সদস্য!
মুষ্টিমেয় শিক্ষক আন্দোলনের কলকাঠি নাড়াচ্ছেন
নকলায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জাতীয় নারী দাবায় শীর্ষস্থানে রানী হামিদ
আন্দোলনের মুখে ইবি প্রক্টরকে অব্যাহতি


ফরিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত
বিজয়নগর সায়েম টাওয়ার থেকে আটক ১৭
চট্টগ্রাম বিভাগীয় ফুটবলে চ্যাম্পিয়ন ছাগলনাইয়া পাইলট
ইয়েমেনের কাছে হেরে গেলো বাংলাদেশের কিশোররা
বৃক্ষরোপণে জীবনমান উন্নত হবে: এমএ মালেক