php glass

পেনাল্টির মাধ্যমে পরিণত হয়েছি: নেইমার

2222 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
গত ২৮ জুন নকআউট পর্বে চিলির বিপক্ষে পেনাল্টিতে ৩-২ গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচে পেনাল্টিতে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন ‘পোস্টারবয়’ খ্যাত নেইমার।

ঢাকা: গত ২৮ জুন নকআউট পর্বে চিলির বিপক্ষে পেনাল্টিতে ৩-২ গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচে পেনাল্টিতে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন ‘পোস্টারবয়’ খ্যাত নেইমার।

ওই পেনাল্টির বিষয়ে ২২ বছর বয়সী এ স্ট্রাইকার সংবাদ মাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বলেন, চাপ অনুভব করছিলাম। পেনাল্টির স্পটটি দূর মনে হচ্ছিল, ৫ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি।

নেইমার আরও বলেন, ওই পেনাল্টির মাধ্যমে আমি পরিণত হয়েছি। এখন নিজেকে ‘বয়স্ক’ মনে হচ্ছে।

ব্রাজিল-চিলি মধ্যকার ওই ম্যাচ অতিরিক্ত সময়েও ১-১ গোলে অমিমাংসিত থাকলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। আর তাতে ৩-২ গোলে জয় পায় স্বাগতিক ব্রাজিল। যদিও ওই ম্যাচে চিলির খেলোয়াড়দের দু’টি পেনাল্টি শট আটকে দিয়ে ব্রাজিলের জয়ের ‘হিরো’ বনে যান গোলরক্ষক জুলিও সিজার।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

সোনার স্বপ্ন জাগিয়েও পারলেন না আঁখি
ঘটছে দুর্ঘটনা, তবুও উল্টো পথে চলছে গাড়ি
কাতারকে হারিয়ে গালফ কাপের ফাইনালে সৌদি আরব
লন্ডনের বাতাসে নিশ্বাস ১৬০টি সিগারেট গ্রহণের সমান!
আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক


কাউখালীতে খামারে আগুন, ২ হাজার মুরগি পুড়ে ছাই
হাই হিল জুতায় হতে পারে যেসব ক্ষতি
বিকল্প শক্তি গড়তে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে
‘সরকার দেখে না, আর গিরস্থি করতাম না’
ফাওয়াদ আমলা না কী ফাওয়াদ আলম?