php glass

লিও ভিন্ন প্রকৃতির খেলোয়াড়

2596 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

walton
আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো হতবাক হয়ে গেছেন লিওনেল মেসির ফুটবল দক্ষতা ও মেধা দেখে। তিন ম্যাচে চার গোল করা মেসির ওপর ভর করে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলেও বিশ্বাস তার।

ঢাকা: আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো হতবাক হয়ে গেছেন লিওনেল মেসির ফুটবল দক্ষতা ও মেধা দেখে। তিন ম্যাচে চার গোল করা মেসির ওপর ভর করে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলেও বিশ্বাস তার।

২৭ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো বলেন, ‘আমি শেষবারের মতো বলছি, লিও তার সেরা মুহূর্ত দিতে ব্রাজিলে এসেছে। সে সব সময় ভিন্ন কিছু করে। আমরা তার মতো ফুটবলারকে দলে পেয়ে গর্বিত। তার মুগ্ধতা এক বাক্যে বলে শেষ করা যাবেনা।’

আর্জেন্টিনার জাল অর্ধশতবার রক্ষার দায়িত্বে থাকা রোমেরো আরো বলেন, ‘এ স্তরে আসতে পেরে সে আমাদের অনেক সাহায্য করেছে। সে তার খেলা দিয়ে আমাদের সুখী রাখতে এগিয়ে এসেছে। সত্যিই সে একজন বড় মাপের তারকা। লিও ভিন্ন প্রকৃতির একজন খেলোয়াড়। তার খেলা আমরা উপভোগ করছি।’

নক আউট পর্বের খেলায় ১ জুলাই সাও পাওলোতে মেসির নেতৃত্বে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

‘ভুল ভাঙাতে’ নিজেই সাপের কামড় খেলেন আদনান!
এরশাদের অনুসরণে চলবে জাপা, আশাবাদ নেতাকর্মীদের
দেশীয় খামারে বাড়ছে গরু, ভারত নির্ভরতা কমছে
যেভাবে জঙ্গি হয় কলেজিয়েট স্কুলের সাবেক ছাত্র আশফাক
পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়কালে পদ্মায় ডুবে’ ১জনের মৃত্যু


মুন্সিগঞ্জে কারেন্ট জাল-ডিটারজেন্ট কারখানাকে জরিমানা
হবিগঞ্জে আদালতের প্রসেস সার্ভেয়ার ‘নিখোঁজ’, জিডি
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি
ভাঙ‌নে শেষ সম্বল হা‌রি‌য়ে দি‌শেহারা ফি‌রোজা
বন্যায় ব্যাহত হবিগঞ্জের শিক্ষা কার্যক্রম