php glass

ব্রাজিলে বারের সামনে হামলা

1472 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
ব্রাজিলের স্থানীয় দুটি বারে হামলা চালানোর অভিযোগে অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে ব্রাজিলিয়ান পুলিশ। এ ঘটনায় ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা: ব্রাজিলের স্থানীয় দুটি বারে হামলা চালানোর অভিযোগে অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে ব্রাজিলিয়ান পুলিশ। এ ঘটনায় ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে সাও পাওলোতে অবস্থিত দুটি বারে। ইংল্যান্ড ও উরুগুয়ের মধ্যে ম্যাচ চলাকালীন সময়ে কিছু ব্রাজিলিয়ান প্রেটোল বোমা ছুঁড়ে মারেন। গুয়ানাবারা এবং প্লানেটা ফ্রুটা স্ন্যাকস বারে এই হামলা চালানো হয়।ব্রাজিল পুলিশের মাধ্যম থেকে জানা যায়, এই অভিযোগে গ্রেফতার করা ১৫ জনই ব্রাজিলিয়ান। তারা বারের পাশে দাঁড়িয়ে থাকা ফুটবল সমর্থকদের উপর এই হামলা চালায়। হামলা চালানোর সময় তারা মুখোশ, ছুরি এবং এক সেট আতশবাজি সঙ্গে রেখেছিল।

হামলায় আহতদের বেশির ভাগই ইংল্যান্ডের অধিবাসী বলে জানা গেছে। তবে আহতের ঘটনাটি ব্রাজিলের পুলিশ প্রধান জোয়াও প্রাডো রোমাও অস্বীকার করেছেন। তার মতে কোনো ইংলিশ নাগরিক এই ঘটনায় আহত হয় নি। তবে তিনি বলেছেন, ‘হামলাকারিরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল। আর ঘটনাটি খুব দ্রুতই ঘটেছে।’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, ২০ জুন ২০১৪

খাঁটি পোশাকের জন্য ১০০ নম্বরে! 
ক্রাইস্টচার্চে হতাহতদের পরিবারের ২০০ জনকে হজ করাবে সৌদি
জামালগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ক্রিকেট কোনো খেলা নয়
কেউ যাবে সাগরে, কেউ আনে মাছ


গণপরিবহনে নৈরাজ্য, চলছে সিটিংয়ের নামে প্রতারণা
ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের
কুড়িগ্রামে চরম দুর্ভোগে পানিবন্দি সাড়ে ৭ লাখ মানুষ
আইসিসির হল অব ফেমে শচীন
সবুজে মিশে থাকে সুমিষ্ট ‘সোনা-কপালি হরবোলা’