php glass

ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে ছুটি ঘোষণার প্রস্তাব

2215 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
স্বাগতিক ব্রাজিলের পরবর্তী ম্যাচের দিন (২৩ জুন) দক্ষিণ আমেরিকার বড় শহর সাও পাওলোতে ছুটি ঘোষণা করার প্রস্তাব দিয়েছে মেয়র।

ঢাকা: স্বাগতিক ব্রাজিলের পরবর্তী ম্যাচের দিন (২৩ জুন) দক্ষিণ আমেরিকার বড় শহর সাও পাওলোতে ছুটি ঘোষণা করার প্রস্তাব দিয়েছে মেয়র।

ব্রাজিল-মেক্সিকো ম্যাচের দিন জ্যামের কারেণ ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় পেলে খেলা দেখতে পারেনি। ভক্তরা যাতে ট্রাফিক জ্যামে না পড়ে সে জন্য ওই দিন ছুটি ঘোষণা করার প্রস্তাব দেন সিটি মেয়র।

মেয়র ফার্নান্দো হাদ্দাদ বলেন, সিটি এসেম্বলিতে ২৩ জুন সাধারণ ছুটি ঘোষণার এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তখন ব্রাজিল ব্রাসেলিয়ায় মুখোমুখি হবে ক্যামেরুনের এবং সাও পাওলোতে নেদারল্যান্ডের মুখোমুখি হবে চিলি। এ বিল পাশ হলে বিশ্বকাপের সময় আরো ছুটি ঘোষণা করা সহজ হবে।

অনেক স্কুল এবং ব্যাংক আংশিক বন্ধ থাকার পরও ভক্তদের টিভি স্কিনের সামনে জট করার কারণে গত ম্যাচের সময় সাও পাওলোতে ৩০২ কিলোমিটার জ্যাম হয়েছিলো। ট্রাফিক কোম্পানি সি-নেটের মতে, সাধারণত ওই সময়টাতে ৩৮ কিলোমিটার জ্যাম হয়ে থাকে। 

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৪

আড়াই কোটি মানুষ খেতে পায় না, সরকার বলে উন্নয়ন: রিজভী
অধিভুক্তি বাতিলের দাবিতে ২য় দিনেও ঢাবিতে বিক্ষোভ
সোহেল তাজের 'হটলাইন কমান্ডো'
সুপার ওভারে ছক্কার উত্তেজনায় মারা যান নিশামের কোচ
বিশ্বমানের পণ্য উৎপাদনে জনবল-কর্মক্ষেত্র বাড়াবে বিএবি


খাগড়াছড়িতে মৎস্য সপ্তাহ উদযাপনে র‌্যালি
মৎস্য কালোবাজারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
বিলীন হচ্ছে সৈকতের ঝাউবন, ভাঙন ঠেকাতে জিওটিউব
মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস: হাইকোর্টের ‘অ্যাপ্রিশিয়েট’
শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের কারাদণ্ড