php glass

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়লেন ইবিসেভিচ

1025 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার হয়ে প্রথম গোল করার রেকর্ড করলেন স্ট্রাইকার ভেদাদ ইবিসেভিচ। প্রথমবার বিশ্বকাপে এসে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচের ৮৫ মিনিটে ইবিসেভিচ এ রেকর্ড করেন।

ঢাকা: বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার হয়ে প্রথম গোল করার রেকর্ড করলেন স্ট্রাইকার ভেদাদ ইবিসেভিচ। প্রথমবার বিশ্বকাপে এসে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচের ৮৫ মিনিটে ইবিসেভিচ এ রেকর্ড করেন।

এর আগে খেলার শুরুতেই ডিফেন্ডার কোলাসিনাকের আত্মঘাতী গোলে তৃতীয় মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

খেলার ৩ মিনিটের মাথায় মেসির ফ্রিকিক বসনিয়া ডিফেন্ডার কোলাসিনাক ক্লিয়ার করতে ভুল করে নিজ জালে বল জড়িয়ে ফেলেন। আর এই আত্মঘাতী গোলে বিশ্বকাপের প্রথম ম্যাচে শুভ সূচনা করে আর্জেন্টিনা। 

এরপর ৬৫ মিনিটে হিগুয়েনের পাস থেকে গোল করেন লিওনেল মেসি। আর মেসির গোলে ২-০তে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৮৫ মিনিটে ইবিসেভিচ গোল করে ব্যবধান কমান।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

সেলস এক্সিকিউটিভ নেবে বিল্ডট্রেড ফয়েলস লিমিটেড
চোখ রাঙাচ্ছে ‘ডিজিটাল সন্ত্রাসবাদ’: মস্কো
সাভারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাড়ি পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু
আক্ষেপ ঘুচিয়ে অজিদের বিপক্ষে ম্যাচ রাঙানোর দিন তামিমের


কীভাবে দিন শুরু করেন? 
মেয়াদোত্তীর্ণ ওষুধ হাতে পেলে জানান, কঠোর ব্যবস্থা
কবেলকো-কেইস নিয়ে বিল্ডকনে এসিআই মোটরস
ওয়ার্নারের সেঞ্চুরি
হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’