php glass

বিশ্বকাপ ২০১৪

৮-০ গোলের বিশাল জয় ফরাসীদের

1743 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
ব্রাজিল বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করতে জ্যামাইকার বিপক্ষে মাঠে নেমেছিলেন করিম বেনজেমা, ব্লেইস মাতুইদি, অ্যান্তোনি গ্রিজম্যানরা। ফ্রান্সের এই তারকারা ৮-০ গোলের বিশাল ব্যবধানে জ্যামাইকানদের উড়িয়ে দিয়েছে।

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করতে জ্যামাইকার বিপক্ষে মাঠে নেমেছিলেন করিম বেনজেমা, ব্লেইস মাতুইদি, অ্যান্তোনি গ্রিজম্যানরা। ফ্রান্সের এই তারকারা ৮-০ গোলের বিশাল ব্যবধানে জ্যামাইকানদের উড়িয়ে দিয়েছে।

১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন মাতুইদি, বেনজেমা এবং গ্রিজম্যান। এছাড়া একটি করে গোল করেছেন ইয়োহান ক্যাবায়ে এবং অলিভার গিরোড।

ফ্রাঙ্ক রিবোরির অনুপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই জ্যামাইকার উপর আক্রমণ করে দিদিয়ের দেশমের শিষ্যরা। তারা প্রথম গোলের দেখা পায় ম্যাচের ১৭ মিনিটে। ক্যাবায়ের গোলের সূচনা করেন। এর তিন মিনিট পর মাতুইদি গোল করলে ২-০ তে এগিয়ে যায় ফরাসীরা।

মাতুইদি নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৬৬ মিনিটে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা করিম বেনজেমা গোল করেন ৩৮ ও ৬৩ মিনিটে। আর রিয়াল সোসিয়েদাদের গ্রিজম্যান তার গোল দুটি করেন ৭৭ ও ৮৯ মিনিটে। ৫৩ মিনিটে অপর গোলটি করেন গিরোড।

বিশ্বমঞ্চে ফ্রান্স গ্রুপ ‘ই’ তে লড়বে সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাসের বিপক্ষে।

দিনের অপর প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইরান। ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ২-০ তে জয় পায় তারা। ম্যাচের ৪৫ মিনিটে গোল করেন এহসান হাজসাফি এবং ৫৪ মিনিটে গোল করেন রেজা গুচান্নেজহাদ।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘন্টা, ৯ জুন ২০১৪

পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিপিএলে সব দলের সঙ্গেই থাকবে দুদক কর্মকর্তা: পাপন
আদালতে নিলামে ৯১ টাকা দরে বিক্রি হলো পেঁয়াজ
খালেদা ইস্যুতে ২০১১ সালে হাইকোর্টে হট্টগোল হয়েছিল
বিএনপিপন্থিদের হট্টগোল কলঙ্কজনক-আদালত অবমাননা


অন-অ্যারাইভাল ভিসাসহ বাংলাদেশ-ভারতের নৌপথে খুলছে অনেক জট
পেঁয়াজ বেশি খায় সিলেটের মানুষ, কম বরিশালের
দুদকের মামলায় ছেলেসহ শিল্পপতি আবুল হোসেন গ্রেফতার
সমতলে বৈভবময় পার্বত্য মেলা
ভালো জিনিস তৈরিতে সময় লাগে: আলিয়া ভাট