php glass

সালমাদের উন্নতি দেখছেন শশীকলা

70 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

walton
মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে জয়। এরপর টানা তৃতীয় ম্যাচ বাংলাদেশের কাছে হার। তিন রানের পরাজয়ের পর শ্রীলঙ্কার অধিনায়ক শশীকলা শ্রীবর্দনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন মলিন মুখে।

সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে জয়। এরপর টানা তৃতীয় ম্যাচ বাংলাদেশের কাছে হার। তিন রানের পরাজয়ের পর শ্রীলঙ্কার অধিনায়ক শশীকলা শ্রীবর্দনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন মলিন মুখে। নিজেদের হারের পেছনে কতগুলো ভুলকে দায়ী করলেন। তবে স্বাগতিকদের কৃতিত্ব দিতে কার্পণ্য করলেন না ম্যাচের দ্বিতীয় সেরা এই পারফরমার।

টস হারার পরই কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন লঙ্কান অধিনায়ক,‘আমরা চেয়েছিলাম টস জিতে যাই। কিন্তু হলো না। ব্যাটিং আগে নিলে ভালো হতো।’

গত কয়েক ম্যাচের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুটিয়ে দেওয়ার প্রত্যাশা ছিল শ্রীলঙ্কার। কিন্তু সফল হতে পারেননি জানালেন শশীকলা,‘আমাদের পরিকল্পনা ছিল তাদের ১০০ রানের মধ্যে আটকে দেওয়া। কিন্তু কয়েকটি মিসফিল্ড ও ক্যাচ মিসের জন্য আমরা পারিনি। আর ওদের ব্যাটাররাও ভালো খেলেছে।’

এর আগে সালমাদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে একটিমাত্র ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কার। ২০১২ সালের ২৮ অক্টোবর গুয়াংজুতে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে এই শশীকলার নেতৃত্বে কম স্কোরের ওই ম্যাচে ৫ রানে হেরে গিয়েছিল তারা।

ওই বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে পার্থক্য নিয়ে এই ২৯ বছর বয়সী বলেন,‘তারা বোলিং ও ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছে। ব্যাটিংয়েও ভালো করল আজ।’

স্বাগতিকদের বিপক্ষে হঠাৎ করে ম্যাচের মোড় ঘুরে যাওয়া নিয়ে শশীকলা রান আউটকে দায়ী করলেন,‘ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ দুটি উইকেট গেছে রান আউটে। আর আমি যতক্ষণ উইকেটে ছিলাম ততক্ষণ আত্মবিশ্বাসী ছিলাম জয়ের ব্যাপারে। কিন্তু একটা ভুল শট খেলে আউট হয়ে গেলাম। তাছাড়া শেষ বলেও আশা রেখেছিলাম। কারণ মাধুরী সামুদ্দিকা হার্ড হিটার।’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৪

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১
ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বড় পরাজয়
বাংলাদেশে পুরুষদের জন্য এলো রোমানোর বডি-স্প্রে 
মেহেরপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
বায়েজিদে শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী মানববন্ধন


১৭ পদে নিয়োগ দেবে জিটিসিএল
আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে জামাতার মরদেহ উদ্ধার
আনু মুহাম্মদের হুমকিদাতাকে গ্রেফতার দাবি
অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের ফের বিক্ষোভ
পল্লীনিবাসেই এরশাদকে দাফনের সিদ্ধান্ত, জানালেন কাদের