php glass

লঙ্কান মেয়েদের ব্যাটিং দুর্দশা

99 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই আনিয়া শ্রুবসোলের কাছে উইকেট হারায় শ্রীলঙ্কার মেয়েরা। পরের ব্যাটাররাও যাওয়া আসার মিছিলে যোগ দেয়। তবে অধিনায়ক শশীকলা শ্রীবর্দনের অপরাজিত ইনিংসের সুবাদে নয় উইকেটে ৮৫ রান করে তারা।

সিলেট থেকে: ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই আনিয়া শ্রুবসোলের কাছে উইকেট হারায় শ্রীলঙ্কার মেয়েরা। পরের ব্যাটাররাও যাওয়া আসার মিছিলে যোগ দেয়। তবে অধিনায়ক শশীকলা শ্রীবর্দনের অপরাজিত ইনিংসের সুবাদে নয় উইকেটে ৮৫ রান করে তারা।

৩০ রানে ৫ উইকেট হারানোর পর শশীকলা ও শ্রীপালি বীরাক্কোডির ২৫ রানই ছিল সেরা জুটি।

৪৩ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন শ্রীবর্দনে। দুটি চার ও একটি ছয়ে সাজানো তার ইনিংস।

শ্রুবসোল তিনটি উইকেট দখলে নেন। দুটি করে পান রেবেকা গ্রুন্ডি ও জেনি গুন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৪

আড়াই কোটি মানুষ খেতে পায় না, সরকার বলে উন্নয়ন: রিজভী
অধিভুক্তি বাতিলের দাবিতে ২য় দিনেও ঢাবিতে বিক্ষোভ
সোহেল তাজের 'হটলাইন কমান্ডো'
সুপার ওভারে ছক্কার উত্তেজনায় মারা যান নিশামের কোচ
বিশ্বমানের পণ্য উৎপাদনে জনবল-কর্মক্ষেত্র বাড়াবে বিএবি


খাগড়াছড়িতে মৎস্য সপ্তাহ উদযাপনে র‌্যালি
মৎস্য কালোবাজারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
বিলীন হচ্ছে সৈকতের ঝাউবন, ভাঙন ঠেকাতে জিওটিউব
মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস: হাইকোর্টের ‘অ্যাপ্রিশিয়েট’
শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের কারাদণ্ড