কুশল পেরেরা
কুচকির চোটে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের বাকি দুটি থেকে ছিটকে গেলেন লাহিরু থিরিমান্নে। আরেক চোটাক্রান্ত পেসার নুয়ান কুলাসেকারার সঙ্গে শ্রীলঙ্কার ফিরতি বিমান ধরছেন তিনি।
দুবাই: কুচকির চোটে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের বাকি দুটি থেকে ছিটকে গেলেন লাহিরু থিরিমান্নে। আরেক চোটাক্রান্ত পেসার নুয়ান কুলাসেকারার সঙ্গে শ্রীলঙ্কার ফিরতি বিমান ধরছেন তিনি। দুজনের কেউই আবুধাবিতে প্রথম টেস্টে খেলেননি। থিরিমান্নে বাদ পড়ায় টেস্টে অভিষেক হতে যাচ্ছে কুশল পেরেরার।
শ্রীলঙ্কা দলের ম্যানেজার মিচেল ডি জয়সা বলেন,‘চিকিত্সার পরও কুচকির অবস্থা ফলশূন্য থাকায় গতকাল আমরা থিরিমান্নেকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
২৩ বছর বয়সী কুশল ১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে জয়সা বলেন,‘আরেকজন ব্যাটসম্যান চোট পেলে আমাদের ব্যাকআপ নেই, তাই কুশলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
দলে আরও চারজন পেসার আছে বলে কুলাসেকারার পরিবর্তন আনা হয়নি। বুধবার দুবাইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ৬ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর