php glass

সিলেটবাসীকে মুশফিকের অভিনন্দন

15 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

সিলেটে বিপুল দর্শক উচ্ছ্বাসে অভিভূত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

সিলেট বিভাগীয় স্টেডিয়াম থেকে: সিলেটে বিপুল দর্শক উচ্ছ্বাসে অভিভূত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

সোমবার বিকেলে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে আবাহনী দলের অধিনায়ক মুশফিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ম্যাচসেরা মুশফিক বলেন, ‘এরকম দর্শক সমর্থন এবারই প্রথম পেলাম। বাংলাদেশের যেখানেই খেলা হয় দর্শক সমর্থন থাকে। কিন্তু সিলেটের দর্শক সমর্থন সবচেয়ে বেশি পেলাম। নতুন এই মাঠে এত দর্শক সত্যিই আমাদেরকে বড় একটা সাপোর্ট দিয়েছে।’

বিপুল দশর্কের উপস্থিতিতে মুগ্ধ মুশফিক সিলেটবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এরকম দর্শক পেলে খেলায় ইন্টারন্যাশনাল ম্যাচের মত আমেজ থাকে।’

প্রথম দিনের খেলার কথা উল্লেখ করে মুশফিক বলেন, এত দর্শক খেলা দেখতে এসেছিলেন যে মাঠের বাইরে অনেকে অপেক্ষা করেছেন।

স্টেডিয়ামে আরও দর্শক বসানোর ব্যবস্থা করার জন্য বিসিবির প্রতি আহ্বানও জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

মাঠের উইকেট সম্পর্কেও ইতিবাচক মতামত দেন মুশফিক।

তিনি জানান, আন্তর্জাতিক ম্যাচের জন্য আউট ফিল্ড যা প্রয়োজন তার শতভাগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
এএএন/এসএ/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, অকালেই মরছে মানুষ
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
বনায়নের নামে শতবর্ষী গাছ কাটার পাঁয়তারা!
আট লাখ ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদকব্যবসায়ী
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 


নানা কর্মসূচির মধ্য দিয়ে কলকাতায় পালন হবে বিজয় দিবস
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ছাত্রদলের মশাল মিছিল
রিয়াদে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
১৩ ডিসেম্বর বগুড়া হানাদারমুক্ত দিবস
ঝালকাঠিতে দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের সংঘর্ষ