php glass

অবসরের হাওয়া লাগেনি শচীনের গায়ে!

22 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

গত মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় ব্যাটিং গ্রেট জানিয়েছিলেন, ক্রিকেট তার জন্য অক্সিজেন। ক্রিকেট ছাড়া জীবন ভাবতেই পারেন না তিনি।

মুম্বাই: গত মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় ব্যাটিং গ্রেট জানিয়েছিলেন, ক্রিকেট তার জন্য অক্সিজেন। ক্রিকেট ছাড়া জীবন ভাবতেই পারেন না তিনি। কিন্তু ক্রিকেটকে বিদায় জানানোর ঠিক এক মাস পরও শচীনের অনুভূতি অন্য রকম। এখনও মনে হচ্ছে ন‍া যে ক্রিকেট আর খেলতে পারবেন না তিনি।

সোমবার ভারতীয় এক সংবাদমাধ্যমকে শচীন বলেন,‘অবসর এখনও আমার মনে জায়গা করে নিতে পারেনি। আমি যে ভারতের হয়ে আর কখনও ক্রিকেট খেলব না এখনও মনে হয় না। কিন্তু আমি আমার ছেলের সঙ্গে খেলি। খুব মজার হয়।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নভেম্বরে দু’শতম টেস্টের মাইলফলক ছুঁয়ে আবেগাপ্লুত বিদায় নেন শচীন। কেমন কাটল পরবর্তী সময়,‘খুব কর্মব্যস্ত সময় কেটেছে। অনেক কিছু ঘটেছে। গত মাস থেকে আমি আমার পরিবারের সঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এটা করতেই উন্মুখ ছিলাম।’

ক্রিকেটের সঙ্গেই এখনও আছেন শচীন,‘আমি ক্রিকেট দেখি, আমার সঙ্গে সন্তানরাও। জানি আমার কাছ থেকে ক্রিকেট কখনও দূরে সরে যাবে না।’

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২
আসল হীরা চেনেন তো? 
মাত্র ৯ বছর বয়সেই গ্র্যাজুয়েট!
মহারণের ম্যাচ উপভোগের অপেক্ষায় বিশ্ব ফুটবল
উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা, উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে শতশত মানুষ


আগরওয়ালের সেঞ্চুরিতে এগোচ্ছে ভারত 
ফের বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় ৯ রোগী
অপেক্ষার অবসান হচ্ছে, আসছে রুনার সুরে-কণ্ঠে ‘ফেরাতে পারিনি’
ছুটির দিনেও উপচে পড়া ভিড় রাজশাহীর আয়কর মেলায়
পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে ট্রাক চালকরা