php glass

সিডনিতে রঙ ছড়ালো বাংলাদেশ ফেস্টিভ্যাল

শতদল তালুকদার, সিডনি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আয়োজনস্থল যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে

walton

সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার সিডনিতে রঙ ছড়ালো ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০১৮’। সিডনির ব্যাংকসটাউন পল কেটিং পার্কে আয়োজিত এই জাঁকালো আয়োজন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সেরা অনুষ্ঠান। 

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে কয়েক হাজার মানুষ এ উত্সবে শামিল হয়। রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে অংশগ্রহণ করে এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে অনেককেই দেখা যায় বাংলাদেশের পতাকা বহন করতে, আবার কেউ কেউ পাজামা-পাঞ্জাবি বা লাল সবুজের শাড়ি পরে হাজির হন আয়োজনে। আয়োজনে ছিল বাংলাদেশি ঐহিত্যের মুখরোচক খাবারের সমাহার। খাবারের স্টলগুলোতে তাই দেখা যায় উপচেপড়া ভিড়।

এ অনুষ্ঠানকে ঘিরে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বর্ণিল সাজ সবার নজর কাড়ে। সব মিলিয়ে যেন এক টুকরো বাংলাদেশ। 

ফেস্টিভ্যালে শিল্পী আগুন ও ন্যান্সির মনোমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে তোলে সবাইকে। এ ফেস্টিভ্যাল উপলক্ষে পৃথক পৃথক বাণী দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, বিরোধী দলীয় নেতা বিল শর্টেন, স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন, নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্লাডিস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এইচএ/

ছোটপর্দায় আজকের খেলা
প্রিয়জনের ফেরার প্রতীক্ষায় ১২ বছর
‘ডাবল সেঞ্চুরি’ হাঁকিয়ে এগোচ্ছে পেঁয়াজ
ত্রিপুরায় পরীক্ষামূলক ড্রাগন ফলের চাষ
পানি ময়লা কাদা মাটিতেই চলছে ড্রেন ঢালাই


ডাবের পানির পুডিং! 
আবারও সেরা করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া
দিনের শুরুতে পুজারা-কোহলিকে সাজঘরে ফেরালেন আবু জায়েদ
‘মোর আব্বারে খুয়াইছি, মোরা মরতে চাইনা’
রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের গোল উৎসব