php glass

সৌদি আরবের বিভাগীয় শহরে কনস্যুলেট সেবা দেবে দূতাবাস

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেবা গ্রহীতাদের ফাইল ছবি

walton

সৌদি আরব: বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি আরবের বিভিন্ন বিভাগীয় শহরে কনস্যুলেট সেবা দেওয়া হবে। সাধারণ ক্ষমার আওতায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা এ সেবা নিতে পারবেন।

এছাড়া এমআরপি পাসপোর্ট ইস্যু, বিতরণ, সংশোধন ও নবায়ন করা যাবে। 

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য ‍জানানো হয়েছে।

নিম্নে উল্লেখিত তারিখে যোগাযোগ করে আউট-পাস গ্রহণ করা যাবে- বুরাইদা-৭ ও ৮ এপ্রিল এবং ২ ও ৩ জুন, তাবারজল আলজউপ- ১৪ ও ১৫ এপ্রিল, আল হাইল- ২১ ও ২২ এপ্রিল এবং ২৩ ও ২৪ জুন, দাম্মাম আল হাসা-২৮ ও ২৯ এপ্রিল এবং ১৯ ও ২০ মে, হাপার আল বাতেন- ৫ ও ৬ মে এবং ১৬ ও ১৭ জুন, জুবাইল- ১২ ও ১৩ মে, আল গুরাইত- ৯ জুন, আর আর-১০ জুন, আল হাসা- ৩০ জুন ও ১ জুলাই।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
জেডএস

করপোরেট গ্রাহকের তথ্য ৩০ নভেম্বরের মধ্যে দেয়ার নির্দেশ
প্রথম রাউন্ডে পিচ করল দেশের ১৬টি দল
সব বয়সের পুরুষের জন্য ইনফিনিটির ব্লেজার 
ম্যারাডোনা এবার থাকলেন তিন মাস
শৃঙ্খলা ফেরাতে নতুন সড়ক আইন, শাস্তির জন্য নয়: সেতুমন্ত্রী


কসবায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটির ৫ দফা সুপারিশ
৯০ শতাংশ শ্রমিককে ডিজিটাল ওয়েজ পেমেন্টের আওতায় আনা হবে
গ্রামেও এডিস মশার প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন মন্ত্রী
সেই ওসি মোয়াজ্জেমের মামলার রায় ২৮ নভেম্বর
টেনিস জনপ্রিয় করতে উদ্যোগ নিয়েছে সরকার