php glass

ব্রিটেনের সেরা মানবাধিকার আইনজীবী হলেন ব্যারিস্টার মুয়ীদ খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

ব্রিটেনের চাটার্ড ইনস্টিটিউট অব লিগ্যাল এক্সিকিউটিভ (সাইলেক্স) সেরা মানবাধিকার আইনজীবীর স্বীকৃতি দিয়েছে বাংলাদে‍শি বংশোদ্ভূত ব্যারিস্টার এম এ মুয়ীদ খানকে। 

লন্ডন: ব্রিটেনের চাটার্ড ইনস্টিটিউট অব লিগ্যাল এক্সিকিউটিভ (সাইলেক্স) সেরা মানবাধিকার আইনজীবীর স্বীকৃতি দিয়েছে বাংলাদে‍শি বংশোদ্ভূত ব্যারিস্টার এম এ মুয়ীদ খানকে। 

গত ০১ অক্টোবর মিল্টনকিন্সের জুরিস ইনে তার হাতে এ স্বীকৃতি অ্যাওয়ার্ড-২০১৬ তুলে দেন সাইলেক্সের প্রেসিডেন্ট মার্টিন কাললানাট।

মানবাধিকার বিষয়ে অসামান্য অবদান রাখায় ইংল্যান্ড ও ওয়েলসের বিশ হাজার আইনজীবীর মধ্যে ব্যারিস্টার মুয়ীদকে নির্বাচিত করে ক্রেস্ট, সনদপত্র ও পাঁচশ’ পাউন্ডের চেক প্রদান করা হয়। 
 
ব্যারিস্টার মুয়ীদ খান বাংলানিউজকে জানান, পুরস্কারের অর্থ তিনি প্রিন্সেস চ্যারিটিকে দিয়েছেন।

২০১১ সালে ল’ সোসাইটি, বার কাউন্সিল ও সাইলেক্সের ‘অ্যাডভোকেসি ইন দ্য ফেস অব অ্যাডভার্সিটি- অ্যাওয়ার্ড’ এবং সাইলেক্সের ‘সাইলেক্স প্রো-বোনো মডেল অ্যাওয়ার্ড’ পান ব্যারিস্টার মুয়ীদ। ২০১২ সালে মনোনীত হন ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ‘আইবিএ প্রোন-বোনা অ্যাওয়ার্ড’ এর জন্য।

এছাড়া ২০১১  ও ২০১২ সালে ল’ সোসাইটি তাকে সর্বোচ্চ সাতজন শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবীর একজন ঘোষণা করে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত করে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এসএপি/এএসআর

কিশোরগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫ জন
৯৯৯ নম্বরে কল, উদ্ধার দুইশ’ লঞ্চযাত্রী
আ.লীগের ডেঙ্গু বিষয়ক সেলের সঙ্গে মেয়র আতিকের বৈঠক
কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা
জহির রায়হানের জন্ম
ইতিহাসের এই দিনে

জহির রায়হানের জন্মসন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত, বিস্ফোরণে আহত ২
প্রকৌশলীদের তিন দিন সময় দিলেন মেয়র নাছির
একই ফেরির সঙ্গে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ৫
'কপোতাক্ষ এক্সপ্রেস' লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন
অতিরিক্ত ভাড়া আদায়, ৫ বাসকে ৯০ হাজার টাকা জরিমানা