php glass

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিব্বির আহম্মেদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফাইল ছবি

walton

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে ৫ দিনের ব্যস্ত সফর শেষে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন।

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে ৫ দিনের ব্যস্ত সফর শেষে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা দেয়ার আগে প্রধানমন্ত্রী সপ্তাহান্তের দু’দিন ওয়াশিংটনে অবস্থান করবেন।

২৫ সেপ্টেম্বর (রোবিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমিরেট্স এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ডিসি’র ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করবেন বলে জানা গেছে।

ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী গতকাল নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন অফিসে একটি সংবাদ সম্মেলন করেন।

স্থানীয় সংবাদ মাধ্যমকে তার এ সফর সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পরে তিনি ভয়েস অব আমেরিকাকেও সাক্ষাতকার দেন।

এদিকে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে পৌঁছার পরপরই মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্য্ন্ডা স্টেট আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপের সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসএইচ

দাগনভূঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুর্গাপুরে কাওসার হত্যায় ছাত্রলীগের প্রতিবাদ
ঈশ্বরদীতে নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
কক্সবাজারে ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল
সোনামসজিদ সীমান্তে ১১৩০ বোতল ফেনসিডিল জব্দ


দুর্নীতি-সন্ত্রাস বন্ধের দাবি প্রগতিশীল বিভিন্ন সংগঠনের
দলের নাম ভাঙিয়ে অন্যায় করতে দেবেন না মেয়র সাদিক
নওগাঁয় ঘুষসহ সাব-রেজিস্ট্রি অফিসের দু’জন দুদকের হাতে আটক
আমিরাতের মানবসম্পদমন্ত্রীর সঙ্গে ইমরান আহমদের বৈঠক
স্পিকারের সঙ্গে সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ