php glass

সাদের বাংলাদেশি শ্রমিকদের দূতাবাসের অর্থ সহায়তা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

আর্থিক মন্দার মুখে পড়ে শ্রমিকদের বেতন শোধে অক্ষম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের সাদ কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের আর্থিক সহায়তা দিয়েছে রিয়াদে নিযুক্ত দূতাবাস।

রিয়াদ: আর্থিক মন্দার মুখে পড়ে শ্রমিকদের বেতন শোধে অক্ষম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের সাদ কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের আর্থিক সহায়তা দিয়েছে রিয়াদে নিযুক্ত দূতাবাস।

সোমবার (৮ আগস্ট) দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম, দোভাষী ফায়সাল আহমেদসহ কর্মকর্তারা কোম্পানির ক্যাম্পে অবস্থানরত ৭৭ জন বাংলাদেশিকে নগদ ১০০ রিয়াল করে দেন।

তারা এসময় শ্রমিকদের জানান, এই কোম্পানিতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে যেতে চান তাদের দেশে ফেরত পাঠানো, যারা অন্য কোম্পানিতে কাজ করতে চান তাদের বিনা খরচে ইকামা ট্রান্সফার এবং কোম্পানিতে থাকা বকেয়া বেতন-ভাতা তুলতে মামলা পরিচালনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করবে দূতাবাস।

পরে কাউন্সিলর সারওয়ার আলমসহ কর্মকর্তারা ওজার কোম্পানির তিনটি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে থাকা বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তেলের দাম পড়ে যাওয়ায় সম্প্রতি আর্থিক সংকট দেখা দিয়েছে সৌদি আরবে। এতে দেশটির বড় বড় কোম্পানি, বিশেষ করে নির্মাণ কোম্পানিগুলো ৩ থেকে ৭ মাস পর্যন্ত তাদের শ্রমিকদের বেতন ভাতা দিতে পারছে না।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এইচএ/

একই দিনে ঢাকায় ‘ফ্রোজেন ২’ ও ‘ফোর্ড ভার্সেস ফেরারি’
বইয়ের দোকানের সামনে নারীর মরদেহ
আকাশপথে পেঁয়াজ আমদানির চার্জ মওকুফ
করপোরেট গ্রাহকের তথ্য ৩০ নভেম্বরের মধ্যে দেয়ার নির্দেশ
প্রথম রাউন্ডে পিচ করলো দেশের ১৬টি দল


সব বয়সের পুরুষের জন্য ইনফিনিটির ব্লেজার 
ম্যারাডোনা এবার থাকলেন তিন মাস
শৃঙ্খলা ফেরাতে নতুন সড়ক আইন, শাস্তির জন্য নয়: সেতুমন্ত্রী
কসবায় ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটির ৫ দফা সুপারিশ
৯০ শতাংশ শ্রমিককে ডিজিটাল ওয়েজ পেমেন্টের আওতায় আনা হবে